North 24 Parganas News: মৎস্যজীবীদের আয় বাড়াতে বিশেষ উদ্যোগ! পেন কালচারে মাছ চাষেই লাভ, বদলাবে ডুমা বাওরের আর্থসামাজিক অবস্থা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas News: ডুমা বাওরের মৎস্যজীবীদের জন্য বিশেষ ভাবনা। পেন কালচারের মাধ্যমে মাছ চাষে উদ্যোগী হল ওয়াটার ল্যান্ড ম্যানেজমেন্ট এসডিজি। এর ফলে উপকৃত হবেন গাইঘাটার প্রায় কয়েকশো মৎস্যজীবী।
advertisement
1/6

এলাকার প্রায় কয়েকশো মৎস্যজীবী গাইঘাটা ডুমা বাওরের উপর তাদের জীবন জীবিকা চালান। সারাবছরই সুবিশাল এই বাওরে মাছ ধরেই চলে সংসার। বাওরের মাছ স্থানীয় এলাকায় বা বাজারে বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়েই ছেলেমেয়ে-সহ পরিবারের মুখে হাসি ফোটান এই মৎস্যজীবীরা। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
এবার মৎস্যজীবীদের উৎসাহ দিতে এরকমই বাওর বা ছোট ছোট পুকুর তৈরি করে সেখানে পেন কালচারের মাধ্যমে মৎস্য চাষে আগ্রহ গড়ে তুলতে উদ্যোগী হল ওয়াটার ল্যান্ড ম্যানেজমেন্ট এসডিজি। সরকারি সহায়তায় বিভিন্ন প্রজাতির চারা মাছ নিয়ে এসে নেট দিয়ে ঘেরা জলাশয়ে মধ্যে ছাড়া হয়।
advertisement
3/6
বিশেষ এই পদ্ধতিকেই বলা হয়ে থাকে পেন কালচার। তবে বাওরের মতো বড় জলাশয়ের ক্ষেত্রে, সরাসরি ছোট মাছ ছাড়লে অনেক সময় বড় মাছ ছোট মাছগুলিকে খেয়ে ফেলে। ফলে মাছের উৎপাদন কমে যায়। সে ক্ষেত্রে মৎস্য দফতরের উদ্যোগে বড় বাওর বা জলাশয়ে পেন কালচারের মাধ্যমেই মৎস্য চাষ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
advertisement
4/6
জাল দিয়ে ঘেরা এ ধরনের ছোট পুকুর বা জলাশয় দু-এক মাস থাকার পর চারা মাছ যখন একটু বড় হয়ে যায় তখন মূল জলাশয়ে এই মাছগুলিকে ছেড়ে দেওয়া হয়। এই বাওরের ক্ষেত্রেও তেমনই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেই জানানো হয় মৎস্যজীবি সমিতির তরফ থেকে।
advertisement
5/6
এ ধরনের দুটি পেন-এ গ্লাস কাপ ছাড়া হয়েছে ১৩০ কেজি করে, ও বাকি দুটিতে আইএমসি পোনা ছাড়া হয়েছে বলে জানানো হয়। এরপর বাওরে তিন চার মাস পর থেকে মৎস্যজীবীরা এই মাছ ধরতে পারবেন। বিনামূল্যে সরকারি সাহায্যে মৎস্য চাষে উৎসাহদানের জন্যই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
advertisement
6/6
ফলে উপকৃত হবেন জেলার গাইঘাটা এলাকার প্রায় কয়েকশো মৎস্যজীবী। বিশেষ এই চাষে সংস্থার তরফ থেকে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা থাকছে বলেই জানানো হয়। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মৎস্যজীবীদের আয় বাড়াতে বিশেষ উদ্যোগ! পেন কালচারে মাছ চাষেই লাভ, বদলাবে ডুমা বাওরের আর্থসামাজিক অবস্থা