জাতীয় সড়ক কর্তৃপক্ষের ডিভিশন ১২-এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বিনোদ কুমার সিংহ জানিয়েছেন, যাবতীয় জটিলতা কাটিয়ে বাইপাস নির্মাণের কাজ শুরু হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বাইপাসের জন্য জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ প্রদান এবং নির্মাণ কাজের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। চার লেনের প্রায় ৫.৬৭৬ কিলোমিটার দীর্ঘ এই বাইপাস গড়তে মোট খরচ ধরা হয়েছে ২৩২ কোটি ৩৭ লক্ষ টাকা।
advertisement
বর্তমানে সঙ্কীর্ণ দুবরাজপুর শহরের মাঝখান দিয়ে যাওয়া ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে। এর ফলে যানজট তো বটেই, দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বহু গুণ। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই শহরের বাইরে দিয়ে বাইপাস তৈরির সিদ্ধান্ত নেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, শহরের আগেই সমবায় হিমঘর এলাকা থেকে বাইপাস শুরু হয়ে দুবরাজপুরের সাতকেন্দুরির কাছে উঠে যাবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুবরাজপুর শহরের বাসিন্দাদের আশা, এই বাইপাস চালু হলে শহরের বুকের উপর থেকে ভারী যান চলাচলের চাপ কমবে, যানজটের যন্ত্রণা থেকে মিলবে স্বস্তি এবং শহরের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই সহজ হবে। দীর্ঘদিনের ভোগান্তির শেষে অবশেষে সেই প্রতীক্ষিত মুক্তির পথেই এগোচ্ছে দুবরাজপুর।






