Hooghly Toto: টোটো নিয়ে বাজারে চলছে মারাত্মক জালিয়াতি, পদে পদে বাড়ছে বিপদ! সওয়ার হওয়ার আগে ভাল করে দেখুন

Last Updated:
Hooghly Toto: রাস্তায় টোটোর দাপটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষ। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে টোটো।
1/6
রাস্তায় টোটোর দাপটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষ। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। কখনও আবার প্রাণহানির ঘটনাও ঘটছে। পরিবহণ দফতরের আধিকারিকদের ব্যাখ্যা, যে প্রযুক্তিকে টোটোগুলি বানানো হচ্ছে, তার মধ্যেই বিস্তর অসঙ্গতি রয়েছে। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
রাস্তায় টোটোর দাপটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষ। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। কখনও আবার প্রাণহানির ঘটনাও ঘটছে। পরিবহণ দফতরের আধিকারিকদের ব্যাখ্যা, যে প্রযুক্তিকে টোটোগুলি বানানো হচ্ছে, তার মধ্যেই বিস্তর অসঙ্গতি রয়েছে। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
advertisement
2/6
হুগলির ব্যান্ডেলের একটি স্কুল থেকে এক পড়ুয়াকে নিয়ে খাদিনামোড়ের দিকে হেঁটে বাড়ি ফিরছিলেন এক মহিলা। সেই সময় চুঁচুড়া শরৎ সরণিতে একটি টোটো তাঁকে সজোরে ধাক্কা মারে। তাতে রাস্তায় ছিটকে পড়ে যান মহিলা ও শিশুটি। বরাত জোরে দু'জনেই প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে শিশুটি।
হুগলির ব্যান্ডেলের একটি স্কুল থেকে এক পড়ুয়াকে নিয়ে খাদিনামোড়ের দিকে হেঁটে বাড়ি ফিরছিলেন এক মহিলা। সেই সময় চুঁচুড়া শরৎ সরণিতে একটি টোটো তাঁকে সজোরে ধাক্কা মারে। তাতে রাস্তায় ছিটকে পড়ে যান মহিলা ও শিশুটি। বরাত জোরে দু'জনেই প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে শিশুটি।
advertisement
3/6
তার আগে ভদ্রেশ্বর চাঁপদানি ডালহৌসি জুটমিলের গেটে টোটোর ধাক্কায় মহেন্দ্র প্রসাদ (৩৯) নামে জুটমিলের স্পিনিং বিভাগের এক কর্মীর মৃত্যু হয়। এগুলি অবশ্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশেষ করে জেলা শহর ও মফস্সলের দিকে টোটো ক্রমশই চলমান বিভীষিকা হয়ে উঠছে। রাস্তাঘাটে টোটোর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছেন বহু মানুষ। তার জেরে অনেকেই জখম হচ্ছেন।
তার আগে ভদ্রেশ্বর চাঁপদানি ডালহৌসি জুটমিলের গেটে টোটোর ধাক্কায় মহেন্দ্র প্রসাদ (৩৯) নামে জুটমিলের স্পিনিং বিভাগের এক কর্মীর মৃত্যু হয়। এগুলি অবশ্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশেষ করে জেলা শহর ও মফস্সলের দিকে টোটো ক্রমশই চলমান বিভীষিকা হয়ে উঠছে। রাস্তাঘাটে টোটোর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছেন বহু মানুষ। তার জেরে অনেকেই জখম হচ্ছেন।
advertisement
4/6
এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিয়ম-নীতির তোয়াক্কা না করেই স্থানীয় কারখানায় টোটো গাড়ি তৈরি করে কিছুটা কম দামে বিক্রি করছেন। এগুলি অনেক কম দামে কিনতে পাওয়া যায় বলে অনেকেই এই টোটো কিনছেন। গাড়ির গ্যারাজ, ঝালাইয়ের দোকান, এমনকী সাইকেল দোকানেও এই ধরনের টোটো তৈরি হচ্ছে। তাতে অনেকে বাইকের পুরোনো ইঞ্জিন লাগিয়ে নিচ্ছেন। কেউ আবার বাইকের চাকা ব্যবহার করছেন। তার ফলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে অনেক সময় টোটো উল্টে যাচ্ছে।
এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিয়ম-নীতির তোয়াক্কা না করেই স্থানীয় কারখানায় টোটো গাড়ি তৈরি করে কিছুটা কম দামে বিক্রি করছেন। এগুলি অনেক কম দামে কিনতে পাওয়া যায় বলে অনেকেই এই টোটো কিনছেন। গাড়ির গ্যারাজ, ঝালাইয়ের দোকান, এমনকী সাইকেল দোকানেও এই ধরনের টোটো তৈরি হচ্ছে। তাতে অনেকে বাইকের পুরোনো ইঞ্জিন লাগিয়ে নিচ্ছেন। কেউ আবার বাইকের চাকা ব্যবহার করছেন। তার ফলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে অনেক সময় টোটো উল্টে যাচ্ছে।
advertisement
5/6
কখনও আবার পাশ কাটাতে গিয়ে অন্য কোনও গাড়িকে ধাক্কা মারছে টোটো। টোটো চালকদের না আছে কোনও ড্রাইভিং লাইসেন্স কিংবা প্রশিক্ষণ। ফলে তাঁরা জানেন না, কী ভাবে টোটো চালাতে হয়।
কখনও আবার পাশ কাটাতে গিয়ে অন্য কোনও গাড়িকে ধাক্কা মারছে টোটো। টোটো চালকদের না আছে কোনও ড্রাইভিং লাইসেন্স কিংবা প্রশিক্ষণ। ফলে তাঁরা জানেন না, কী ভাবে টোটো চালাতে হয়।
advertisement
6/6
চলতি বছরের অক্টোবর মাস থেকে টোটো রেজিস্ট্রেশন চালু হয়েছে। ইদানিং দেখা যাচ্ছে, বিভিন্ন গ্যারাজে ও কারখানায় আইকাটের অনুমোদন ছাড়াই বেআইনি ভাবে টোটো তৈরি হচ্ছে। তা থেকে অনেক ধরনের বিপদ ঘটতে পারে।
চলতি বছরের অক্টোবর মাস থেকে টোটো রেজিস্ট্রেশন চালু হয়েছে। ইদানিং দেখা যাচ্ছে, বিভিন্ন গ্যারাজে ও কারখানায় আইকাটের অনুমোদন ছাড়াই বেআইনি ভাবে টোটো তৈরি হচ্ছে। তা থেকে অনেক ধরনের বিপদ ঘটতে পারে। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
advertisement
advertisement
advertisement