Hooghly Toto: টোটো নিয়ে বাজারে চলছে মারাত্মক জালিয়াতি, পদে পদে বাড়ছে বিপদ! সওয়ার হওয়ার আগে ভাল করে দেখুন
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Hooghly Toto: রাস্তায় টোটোর দাপটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষ। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে টোটো।
advertisement
advertisement
তার আগে ভদ্রেশ্বর চাঁপদানি ডালহৌসি জুটমিলের গেটে টোটোর ধাক্কায় মহেন্দ্র প্রসাদ (৩৯) নামে জুটমিলের স্পিনিং বিভাগের এক কর্মীর মৃত্যু হয়। এগুলি অবশ্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশেষ করে জেলা শহর ও মফস্সলের দিকে টোটো ক্রমশই চলমান বিভীষিকা হয়ে উঠছে। রাস্তাঘাটে টোটোর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছেন বহু মানুষ। তার জেরে অনেকেই জখম হচ্ছেন।
advertisement
এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিয়ম-নীতির তোয়াক্কা না করেই স্থানীয় কারখানায় টোটো গাড়ি তৈরি করে কিছুটা কম দামে বিক্রি করছেন। এগুলি অনেক কম দামে কিনতে পাওয়া যায় বলে অনেকেই এই টোটো কিনছেন। গাড়ির গ্যারাজ, ঝালাইয়ের দোকান, এমনকী সাইকেল দোকানেও এই ধরনের টোটো তৈরি হচ্ছে। তাতে অনেকে বাইকের পুরোনো ইঞ্জিন লাগিয়ে নিচ্ছেন। কেউ আবার বাইকের চাকা ব্যবহার করছেন। তার ফলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে অনেক সময় টোটো উল্টে যাচ্ছে।
advertisement
advertisement








