Red Alert For Fog: ভোরে ১১ ডিগ্রিতে কাঁপুনি, ঘন কুয়াশায় রেড অ্যালার্ট, জমিয়ে শীতেই ক্রিসমাস নাড়ছে দরজায় কড়া
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Red Alert For Fog: শীতের পরশে বদলে গেল জলপাইগুড়ির ছবি, ভোরে ১১ ডিগ্রিতে কাঁপুনি
জলপাইগুড়ি: শীতের আগমনে আজ থেকেই বদলে গেল জলপাইগুড়ির চেনা ছবি। ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল জলপাইগুড়ি শহর সহ ময়নাগুড়ি, বানারহাট, ধুপগুড়ি-সহ জেলার বিস্তীর্ণ এলাকা। দীর্ঘ সময় পর এমন কুয়াশার অনুভূতি পেয়ে শীতের মোটা পোশাক বের করে নিতে বাধ্য হলেন সাধারণ মানুষ।আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন ভোরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে।
উত্তরবঙ্গে শীতের দাপট ধীরে ধীরে বাড়ছে বলেই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। সকাল থেকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে মানুষজন আগুন পোহাতে ব্যস্ত, কেউ গরম চা এ চুমুক দিয়ে খানিক গরম অনুভুতি নেওয়ার চেষ্টা করছেন, আবার কেউ কম্বল জড়িয়ে কাজে বেরোচ্ছেন।সামনেই বড়দিন! ২৫ ডিসেম্বরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলার বিভিন্ন চার্চ সাজতে শুরু করেছে আলোয় ও সাজে।
advertisement
advertisement
শীতের হালকা কামড় আর উৎসবের আমেজ মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলাজুড়ে।শীতের আনন্দ উপভোগ করতে পর্যটকদের ভিড়ও বাড়তে শুরু করেছে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে।
advertisement
বনবাংলো, নদীর ধারে পিকনিক স্পট কিংবা ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য—সবকিছুই যেন শীতের ছোঁয়ায় আরও মনোরম হয়ে উঠেছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কুয়াশা ও শীতের প্রকোপ আরও বাড়তে পারে। ফলে সকালে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে শীতের এই প্রথম পরশে জলপাইগুড়িবাসীর যেমন কাপুনি অনুভূত হচ্ছে , তেমনই উৎসবের আগে একরাশ শীতের আনন্দও স্পষ্ট!
advertisement
Surajit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 20, 2025 6:46 PM IST







