Screen To Green: বাড়ির খুদের চোখ আটকে স্ক্রিনেই, আসল শিক্ষক হোক প্রকৃতি, স্ক্রিন টু গ্রিনে শেখানো হচ্ছে নতুন পাঠ

Last Updated:

Screen To Green: স্ক্রিনে নয়, প্রকৃতির কোলে ধরিত্রী চেনা! ঘোষপুকুরের দুলালি পার্কে ব্যতিক্রমী ‘স্ক্রিন টু গ্রিন’ কর্মসূচি

+
শিশুদের

শিশুদের প্রকৃতির পাঠ, ‘স্ক্রিন টু গ্রিন’

শিলিগুড়ি: মোবাইল ও ডিজিটাল স্ক্রিনের জগৎ থেকে শিশুদের একদিনের জন্য হলেও প্রকৃতির কোলে ফিরিয়ে আনতেই ঘোষপুকুর রেঞ্জের দুলালি পার্কে অনুষ্ঠিত হল ‘#ScreenToGreen’ কর্মসূচি। কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের এই উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তার শিশু অন্যরকম একটা দিন উপহার দেওয়া হয়, ‌যা তাদের মনের মণিকোঠায় ‌যেমন উজ্জ্বল হয়ে থাকবে তেমনই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়বদ্ধ করে তুলবে।
এটি শিশুদের জন্য সাজানো হয় একাধিক শিক্ষামূলক ও আনন্দঘন কার্যক্রম। ‘নো ইয়োর হ্যাবিট্যাট’-এর মাধ্যমে নিজেদের আশপাশের প্রাকৃতিক পরিবেশকে জানার সুযোগ পায় তারা। অডিও ও ভিডিওর সাহায্যে স্থানীয় নানা উদ্ভিদ ও প্রাণীর পরিচয় করানো হয়। পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ট্রেজার হান্ট, নেচার ট্রেল, ট্রি হাগিং ও আর্ট কম্পিটিশনের মতো কার্যক্রমে অংশ নিয়ে শিশুদের মধ্যে প্রকৃতি সম্পর্কে আগ্রহ ও ভালোবাসা আরও গভীর হয়।
advertisement
advertisement
এদিনের কর্মসূচিতে মোট ২৫ জন পড়ুয়া অংশগ্রহন করেন। FWN Foundation (Friends of Wildlife & Nature), শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও গিভ লাইভ সোসাইটির উদ্যোগে শিশু ও কিশোররা প্রকৃতিকে জানার পাশাপাশি বনভোজন ও করে।
advertisement
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাগডোগরা এডিএফও রাহুলদেব মুখোপাধ্যায় বলেন, “প্রকৃতি পাঠ আজকের সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার থেকে দূরে রেখে প্রকৃতির সঙ্গে যুক্ত করা দরকার। অবসর সময়ে স্ক্রিনে ডুবে না থেকে তারা যেন প্রকৃতির জ্ঞান অর্জন করে—এই লক্ষ্যেই এই উদ্যোগ।”
সব মিলিয়ে বলা যায়, ঘোষপুকুর রেঞ্জে আয়োজিত ‘স্ক্রিন টু গ্রিন’ কর্মসূচি শিশুদের কাছে শুধু একটি দিনের অনুষ্ঠান নয়, বরং প্রকৃতির সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পাঠ হয়ে উঠেছে। মোবাইল ও ডিজিটাল আসক্তির বাইরে এসে প্রকৃতিকে চেনা, ভালোবাসা ও সংরক্ষণের বার্তা এদিন হাতে–কলমে শিখেছে তারা। বন দফতর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই ধরনের কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে কার্যকর ভূমিকা নেবে—এমনটাই মত পরিবেশপ্রেমীদের।
advertisement
Ricktick Bhattcharjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Screen To Green: বাড়ির খুদের চোখ আটকে স্ক্রিনেই, আসল শিক্ষক হোক প্রকৃতি, স্ক্রিন টু গ্রিনে শেখানো হচ্ছে নতুন পাঠ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement