5 Big Points For Indian Team Selection: ভারতীয় ক্রিকেটের খোলনলচে বদলে গেল! কম্বিনেশনে ফিট নয় বলে বাদ গিল, সাহসী সূর্যকুমার-আগকরের পাঁচ ব্রহ্মাস্ত্র

Last Updated:
5 Big Points For Indian Team Selection: অজিত আগরকর-সুর্যকুমার যাদবের প্রেস কনফারেন্সের ৫টা বড় কথা...শুভমন গিলকে ড্রপ করা থেকে ঈশান কিষাণের ফিরে আসার গল্প
1/7
কলকাতা: Team India Announced T20 World Cup Squad ৫টা মোক্ষম পয়েন্ট: প্রধান সিলেক্টর অজিত আগরকর জানিয়েছেন কেন শুভমন গিলকে টি২০ ওয়ার্ল্ড কাপ টিম থেকে বাদ দেওয়া হয়েছে। জিতেশ শর্মা সম্পর্কেও বলেছেন, যার জায়গায় ঈশান কিষাণকে সুযোগ দেওয়া হয়েছে, যিনি অনেকদিন ধরে টিম ইন্ডিয়া থেকে বাইরে ছিলেন। অন্যদিকে, সুর্যকুমার যাদবও নিজের ফর্ম নিয়ে কোনও রাখঢাক করেননি৷
কলকাতা: Team India Announced T20 World Cup Squad ৫টা মোক্ষম পয়েন্ট: প্রধান সিলেক্টর অজিত আগরকর জানিয়েছেন কেন শুভমন গিলকে টি২০ ওয়ার্ল্ড কাপ টিম থেকে বাদ দেওয়া হয়েছে। জিতেশ শর্মা সম্পর্কেও বলেছেন, যার জায়গায় ঈশান কিষাণকে সুযোগ দেওয়া হয়েছে, যিনি অনেকদিন ধরে টিম ইন্ডিয়া থেকে বাইরে ছিলেন। অন্যদিকে, সুর্যকুমার যাদবও নিজের ফর্ম নিয়ে কোনও রাখঢাক করেননি৷
advertisement
2/7
BCCI-র প্রধান সিলেক্টর অজিত আগরকর টি২০ ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর জন্য শনিবার ভারতীয় টিমের ঘোষণা করেছেন। টিমের ঘোষণার সঙ্গে উনি নতুন সহ অধিনায়ক নিয়েও জানিয়েছেন। টি২০ ওয়ার্ল্ড কাপের জন্য ১৫ জনের টিম বাছা হয়েছে। টিমের দায়িত্ব সুর্যকুমার যাদবের হাতে। আর সহ  অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে। ভারতীয় স্কোয়াডে ২০২৩-এর পর ঈশান কিষাণ ফিরেছেন। ম্যাচ ফিনিশার রিঙ্কু সিংও টিমে ফিরেছেন, কিন্তু শুভমন গিল আর জিতেশ শর্মাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। যশস্বী জয়সওয়ালকে সিলেক্টররা আবারও ইগনোর করেছেন। আগরকর নিজের প্রেস কনফারেন্সে গিল আর জিতেশকে না নেওয়া নিয়ে কথা বলেছেন। চলুন জেনে নিই।
BCCI-র প্রধান সিলেক্টর অজিত আগরকর টি২০ ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর জন্য শনিবার ভারতীয় টিমের ঘোষণা করেছেন। টিমের ঘোষণার সঙ্গে উনি নতুন সহ অধিনায়ক নিয়েও জানিয়েছেন। টি২০ ওয়ার্ল্ড কাপের জন্য ১৫ জনের টিম বাছা হয়েছে। টিমের দায়িত্ব সুর্যকুমার যাদবের হাতে। আর সহ  অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে। ভারতীয় স্কোয়াডে ২০২৩-এর পর ঈশান কিষাণ ফিরেছেন। ম্যাচ ফিনিশার রিঙ্কু সিংও টিমে ফিরেছেন, কিন্তু শুভমন গিল আর জিতেশ শর্মাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। যশস্বী জয়সওয়ালকে সিলেক্টররা আবারও ইগনোর করেছেন। আগরকর নিজের প্রেস কনফারেন্সে গিল আর জিতেশকে না নেওয়া নিয়ে কথা বলেছেন। চলুন জেনে নিই।
advertisement
3/7
অজিত আগরকর (অজিত আগরকর) শুভমন গিল (শুভমন গিল) কে বিশ্বকাপ টিমে না নেওয়া নিয়ে বলেছেন, ‘শুভমন ভাইস-ক্যাপ্টেন ছিল, ও এখন টিমে নেই। যখন টি২০ ম্যাচ  হত, তখন অক্ষর ভাইস-ক্যাপ্টেন ছিল। কন্টিনিউটি নিয়ে বললে, আপনি কম্বিনেশন দেখছেন। যদি আপনার কিপার ওপরে ব্যাটিং করবে, তাহলে এমন কিপার দরকার যে ওখানে খেলতে পারে। জিতেশ ওখানে ছিল, শুভমন কোয়ালিটি প্লেয়ার আর ওর টিম থেকে বাদ পড়া দুর্ভাগ্যজনক। যেকোনও কিছুর থেকে বেশি কম্বিনেশন দরকার। ওপরে দুই কিপার রিঙ্কু আসে যারা লোয়ার মিডল অর্ডারের অপশন দেয়।’
অজিত আগরকর (অজিত আগরকর) শুভমন গিল (শুভমন গিল) কে বিশ্বকাপ টিমে না নেওয়া নিয়ে বলেছেন, ‘শুভমন ভাইস-ক্যাপ্টেন ছিল, ও এখন টিমে নেই। যখন টি২০ ম্যাচ  হত, তখন অক্ষর ভাইস-ক্যাপ্টেন ছিল। কন্টিনিউটি নিয়ে বললে, আপনি কম্বিনেশন দেখছেন। যদি আপনার কিপার ওপরে ব্যাটিং করবে, তাহলে এমন কিপার দরকার যে ওখানে খেলতে পারে। জিতেশ ওখানে ছিল, শুভমন কোয়ালিটি প্লেয়ার আর ওর টিম থেকে বাদ পড়া দুর্ভাগ্যজনক। যেকোনও কিছুর থেকে বেশি কম্বিনেশন দরকার। ওপরে দুই কিপার রিঙ্কু আসে যারা লোয়ার মিডল অর্ডারের অপশন দেয়।’
advertisement
4/7
অজিত আগরকর আর সুর্যকুমার যাদবের প্রেস কনফারেন্সেঈশান কিষাণকে টি২০ ওয়ার্ল্ড কাপে কেন নেওয়া হল? অজিত আগরকর ঈশান কিশানকে নেওয়া নিয়ে বলেছেন, আপনার মত আমার থেকে আলাদা হতে পারে। কখনও কখনও যখন প্লেয়ার বাছা হয়, তখন এটা কঠিন হয়। আমরা এখনও মনে করি ও কোয়ালিটি প্লেয়ার। ফর্ম ওঠা-নামা করে, কিন্তু বেশিরভাগ সময় এটা নির্ভর করে আপনি ওকে কোন কম্বিনেশনে খেলাবেন। কাউকে না কাউকে তো বাইরে বসতেই হবে, এর মানে এটা না যে ও ভালো প্লেয়ার না। ভালো কথা হচ্ছে ভারতীয় ক্রিকেটে আমাদের কাছে অপশন আছে।’
অজিত আগরকর আর সুর্যকুমার যাদবের প্রেস কনফারেন্সেঈশান কিষাণকে টি২০ ওয়ার্ল্ড কাপে কেন নেওয়া হল?অজিত আগরকর ঈশান কিশানকে নেওয়া নিয়ে বলেছেন, আপনার মত আমার থেকে আলাদা হতে পারে। কখনও কখনও যখন প্লেয়ার বাছা হয়, তখন এটা কঠিন হয়। আমরা এখনও মনে করি ও কোয়ালিটি প্লেয়ার। ফর্ম ওঠা-নামা করে, কিন্তু বেশিরভাগ সময় এটা নির্ভর করে আপনি ওকে কোন কম্বিনেশনে খেলাবেন। কাউকে না কাউকে তো বাইরে বসতেই হবে, এর মানে এটা না যে ও ভালো প্লেয়ার না। ভালো কথা হচ্ছে ভারতীয় ক্রিকেটে আমাদের কাছে অপশন আছে।’
advertisement
5/7
সঞ্জুকে নেওয়া নিয়ে আগরকর কী বললেনঅজিত আগরকর বলেছেন, যখন কেউ টেস্ট খেলছে আর টি২০ খেলছে না, তখন আপনি এটা বলতে পারবেন না যে এটা কম্বিনেশনের জন্য। গত বছর সাউথ আফ্রিকায় সঞ্জু আর তিলক যখন ওই ১০০ রান করেছিল, তখন টেস্ট টিম অস্ট্রেলিয়ায় ছিল। আপনি গতকাল রাতে সঞ্জুকে ওপেন করতে দেখেছেন, আর এখান থেকে বোঝা যায় ভাবনা কী। ওপরে অন্য উইকেটকিপার নেওয়া নিয়ে।’
সঞ্জুকে নেওয়া নিয়ে আগরকর কী বললেনঅজিত আগরকর বলেছেন, যখন কেউ টেস্ট খেলছে আর টি২০ খেলছে না, তখন আপনি এটা বলতে পারবেন না যে এটা কম্বিনেশনের জন্য। গত বছর সাউথ আফ্রিকায় সঞ্জু আর তিলক যখন ওই ১০০ রান করেছিল, তখন টেস্ট টিম অস্ট্রেলিয়ায় ছিল। আপনি গতকাল রাতে সঞ্জুকে ওপেন করতে দেখেছেন, আর এখান থেকে বোঝা যায় ভাবনা কী। ওপরে অন্য উইকেটকিপার নেওয়া নিয়ে।’
advertisement
6/7
‘আমি স্কোয়াড নিয়ে খুশি’সুর্যকুমার যাদব বলেছেন, ‘আপনি যেকোনো টিম স্পোর্ট খেলুন, যেমন আমরা যতগুলো বাইলেটারাল খেলেছি, ২-৩ জন প্লেয়ার আসা-যাওয়া করে। যখন প্লেয়ার ফিরে আসে, তখন ওদের সুযোগ দেওয়া হয়। আমরা এখন যেমন আছি, তাতে খুশি। এখন আমাদের কাছে যে স্কোয়াড আছে, তাতে ২-৩টা কম্বিনেশন রেডি আছে। তাই আমরা এখন যা আছে, তাতে খুশি।’
‘আমি স্কোয়াড নিয়ে খুশি’সুর্যকুমার যাদব বলেছেন, ‘আপনি যেকোনো টিম স্পোর্ট খেলুন, যেমন আমরা যতগুলো বাইলেটারাল খেলেছি, ২-৩ জন প্লেয়ার আসা-যাওয়া করে। যখন প্লেয়ার ফিরে আসে, তখন ওদের সুযোগ দেওয়া হয়। আমরা এখন যেমন আছি, তাতে খুশি। এখন আমাদের কাছে যে স্কোয়াড আছে, তাতে ২-৩টা কম্বিনেশন রেডি আছে। তাই আমরা এখন যা আছে, তাতে খুশি।’
advertisement
7/7
তিলকের নম্বর তিন’সুর্যকুমার যাদব বলেছেন, আমরা এমন একটা পয়েন্টে চলে এসেছি। আমি আর গোতি ভাই আর অন্য ব্যাটসম্যান, লেফটি-রাইট এখন আমাদের জন্য জরুরি না। এটা একটু বেশি বাড়িয়ে বলা হয়। আমরা নম্বর ৩ তিলকের জন্য, ৪ আমার জন্য, আর তারপর যাকে কমফর্টেবল লাগে, তার জন্য ঠিক করেছি। আমরা তিলকের জন্য ওই রোল ফিক্স করতে চাই যাতে ও জানে ওর রোল কী আর ও ওই পজিশনে খুশি থাকে।’
তিলকের নম্বর তিন’সুর্যকুমার যাদব বলেছেন, আমরা এমন একটা পয়েন্টে চলে এসেছি। আমি আর গোতি ভাই আর অন্য ব্যাটসম্যান, লেফটি-রাইট এখন আমাদের জন্য জরুরি না। এটা একটু বেশি বাড়িয়ে বলা হয়। আমরা নম্বর ৩ তিলকের জন্য, ৪ আমার জন্য, আর তারপর যাকে কমফর্টেবল লাগে, তার জন্য ঠিক করেছি। আমরা তিলকের জন্য ওই রোল ফিক্স করতে চাই যাতে ও জানে ওর রোল কী আর ও ওই পজিশনে খুশি থাকে।’
advertisement
advertisement
advertisement