কী ঘটেছিল?
২১ মার্চ ২০২৫ তারিখে, বর্ধমান-বোলপুর রোডের আলমপুর গ্রামের কাছে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বর্ধমান-সিউড়ি জাতীয় সড়কের আলমপুর মোড়ে দুটি যাত্রীবোঝাই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অন্তত ৬৪ জন যাত্রী আহত হন।
আরও পড়ুন: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বাংলার যুবক! আহত রাজ্যের অনেকে, ছিটকে গিয়েছে ১১টি কামরা
advertisement
ঘটনার পরপরই আহতদের দ্রুত চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজে ব্যবহৃত হয় দুটি ছোট গাড়িও। এই সঙ্কটময় মুহূর্তে, আলমপুর গ্রামের বাসিন্দারা তাঁদের অসামান্য মানবিকতার পরিচয় দেন। তাঁরা নিজেরাই আহতদের উদ্ধার করার জন্য ছুটে যান। পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন আহতদের। তাঁদের উদ্যোগের ফলে বহু মানুষের প্রাণ বাঁচে।
আরও পড়ুন: ভূমিধসে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬ যাত্রী, রক্তে ভাসল এলাকা
এই কাজের স্বীকৃতিস্বরূপ, পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আলমপুর গ্রামের বাসিন্দাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হল। দেওয়ানদিঘি থানার ওসি শরিফুল শেখ বলেন, “গ্রামবাসীদের এই সক্রিয় ও মানবিক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এমন কোনও দুর্ঘটনা ঘটলে, সাধারণ মানুষেরও পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত। আলমপুর গ্রামের মানুষ এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। জেলা পুলিশের এই উদ্যোগে গ্রামবাসীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত হয়েছেন।






