জানা যায়, সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ফেজের কাজ চলছে। সেখানেই ভেল কোম্পানির অধীনস্থ পিসিপি কোম্পানির শ্রমিকরি একাধিক দাবি দাওয়াতে এই কর্ম বিরতি পালন করেন। শ্রমিকদের দাবি, বর্তমানে শ্রমিকদের পে স্লিপ দেওয়া হচ্ছে না। এছাড়াও উপযুক্ত বেতন কাঠামো থাকায় ক্ষতির মুখে পড়ছেন শ্রমিকরা। এমনকি পিএফের টাকা মধ্যে স্বচ্ছতার দাবি করা হচ্ছে গত চার মাস ধরে।
advertisement
আরও পড়ুন: কলার কাঁদিতে যেন আগুন! ছট নিয়ে কী বলছেন ফল ব্যবসায়ীরা
কাজের ভিত্তিতে শ্রমিকদের পদোন্নতিও করা হচ্ছে না বলে অভিযোগ। এই সমস্ত দাবিতে শনিবার সকাল থেকেই কর্মবিরতি পালন করা হচ্ছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে।
আন্দোলনরত শ্রমিক অনুপ ঘোষ জানান, ৮০০ জন শ্রমিক আছেন বর্তমানে। যারা তৃতীয় ফেজের বয়লারে মূলত কর্মরত। অভিযোগ, পিএফের জন্য মূল বেতনের ১২ শতাংশ টাকা কাটা হয়েছে। কিন্তু সেই অর্থ নাকি পিএফ অ্যাকাউন্টে জমা পড়ছে না। এই পরিস্থিতিতে আর্থিক দাবি দেওয়া সহ সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন কর্মীরা। মুখ খুলতে চায়নি পিসিপি কোম্পানি কর্তৃপক্ষ।
কৌশিক অধিকারী