TRENDING:

Vande Bharat Sleeper: বিরাট সুখবর! বন্দে ভারত স্লিপারে মাত্র দেড় ঘণ্টায় পৌঁছে যাবেন মায়াপুর, হাওড়া থেকে কখন ছাড়বে জানুন

Last Updated:

Vande Bharat Sleeper: মায়াপুর যাওয়া এবার আরও সহজ৷ ২-৩ ঘণ্টা লাগবে না আর৷ তবে নবদ্বীপ ধাম পর্যন্ত দ্রুতগামী ট্রেন (যেমন সদ্য চালু হওয়া স্লিপার বন্দে ভারত) প্রায় ১ ঘণ্টা ১৮ মিনিটে পৌঁছায়, যেখান থেকে টোটো ও নৌকায় সহজেই মায়াপুর যাওয়া যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: মায়াপুর যাওয়া এবার আরও সহজ৷ ২-৩ ঘণ্টা লাগবে না আর৷ তবে নবদ্বীপ ধাম পর্যন্ত দ্রুতগামী ট্রেন (যেমন সদ্য চালু হওয়া স্লিপার বন্দে ভারত) প্রায় ১ ঘণ্টা ১৮ মিনিটে পৌঁছায়, যেখান থেকে টোটো ও নৌকায় সহজেই মায়াপুর যাওয়া যায়৷ এছাড়া সাধারণ লোকাল ট্রেনে প্রায় ২-৩ ঘণ্টা সময় লাগে নবদ্বীপ ধাম বা তার কাছাকাছি স্টেশন পর্যন্ত, তারপর বাকি পথ টোটো বা বাসে যেতে হয়।
News18
News18
advertisement

দ্রুততম বিকল্প (প্রায় ১ ঘণ্টা ১৮ মিনিট নবদ্বীপ ধাম পর্যন্ত) স্লিপার বন্দে ভারত, হাওড়া থেকে সরাসরি নবদ্বীপ ধাম পর্যন্ত (মায়াপুরের নিকটবর্তী) এই ট্রেনটি মাত্র ১ ঘণ্টা ১৮ মিনিটে পৌঁছায়। তবে মায়াপুর নয় নবদ্বীপ অবধি যেতে হবে। সেখান থেকে মায়াপুর যাওয়া যাবে।

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! শনির চালে কাঁপবে দুনিয়া, চার গ্রহের রাজযোগে ‘ধনী’ হবে ৩ রাশি, জানুয়ারিতেই ‘জ্যাকপট’, কপাল খুলবে কাদের

advertisement

সাধারণ লোকাল ট্রেন (২-৩ ঘণ্টা)। হাওড়া বা শিয়ালদহ থেকে নবদ্বীপ ধাম বা কৃষ্ণনগর পর্যন্ত লোকাল ট্রেন পাওয়া যায়, যা সাধারণত ২ থেকে ৩ ঘণ্টারও বেশি সময় নেয়। নবদ্বীপ ধাম স্টেশন-এখান থেকে মায়াপুর প্রায় ৩০ কিমি দূরে, যা টোটো বা বাসে যেতে হয়। কৃষ্ণনগর স্টেশন- শিয়ালদহ থেকে এই রুটে গিয়ে সেখান থেকে বাসে মায়াপুর যাওয়া যায়।

advertisement

আরও পড়ুন-২০০ বছর পর মৌনী অমাবস্যায় অত্যন্ত বিরল যোগ, গোপনে এই ৩ কাজ করলেই স্বপ্নপূরণ, শিবের কৃপায় বাধা বিপত্তি শেষ!

হাওড়া থেকে রওনা দেওয়ার পরে ট্রেনটি ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার বিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া হয়ে কামাখ্যা স্টেশনে গিয়ে পৌঁছবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ডিজের যুগেও মাটির গানের টান, এই মেলা যেন ইতিহাসের দলিল! টুসুর লড়াই চমকে দেবে
আরও দেখুন

স্লিপার বন্দে ভারতের স্টপেজ রয়েছে এই নবদ্বীপ ধামও। হাওড়া থেকে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা বেজে ৩৮ মিনিটেই ট্রেনটি নবদ্বীপ ধাম পৌঁছে যাবে। অর্থাৎ মাত্র ১ ঘণ্টা ১৮ মিনিটেই কলকাতা থেকে পৌঁছানো যাবে নবদ্বীপ ধাম। সেখান থেকে টোটো ও নৌকো করে চেনা পথেই পৌঁছনো যাবে মায়াপুর।প্রচুর পর্যটক ইসকন মন্দিরে আসেন। বিশেষ করে বিদেশি পর্যটক এতে আকৃষ্ট হবেন। তবে ভাড়া হবে অনেকটাই বেশি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Vande Bharat Sleeper: বিরাট সুখবর! বন্দে ভারত স্লিপারে মাত্র দেড় ঘণ্টায় পৌঁছে যাবেন মায়াপুর, হাওড়া থেকে কখন ছাড়বে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল