Ratanti Kali Puja: পালো পিঠে, খেড়োর তরকারি দিয়ে সাজানো ভোগপ্রসাদ, ৬৫০ বছরের প্রাচীন রটন্তী কালীপুজো মহা সমারোহে উদযাপিত মুর্শিদাবাদের কান্দিতে

Last Updated:

Ratanti Kali Puja:সেই সময় এলাকা ঘন অরণ্যে ঘেরা থাকলেও, কালের নিয়মে আজ এই এলাকা ঘনবসতিতে রূপান্তরিত হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজও কান্দির সিদ্ধান্ত পরিবারের এই রটন্তী কালীপুজো হয়ে আসছে মহা সাড়ম্বরে

+
রটন্তী

রটন্তী কালী পুজো 

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: শনিবার ছিল মাঘ মাসের অমাবস্যা। মুর্শিদাবাদের কান্দির ছাতিনাকান্দির ঐতিহ্য প্রাচীন সিদ্ধান্ত পরিবারের রটন্তী কালী পুজো প্রায় ৬৫০ বছরের প্রাচীন। শনিবার রাতভর চলল বিশেষ পুজো হোম যজ্ঞ ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় ৬৫০ বছর আগে সদাশিব ঘোষাল নামের এক পরিব্রাজক সন্ন্যাসী মেদিনীপুর থেকে মুর্শিদাবাদের কান্দিতে আসেন। সে সময়ে ঘন অরণ্যে ঘেরা কান্দির ছাতিনাকান্দি এলাকায় মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজোর প্রচলন করেছিলেন তিনি। সেই সময় এলাকা ঘন অরণ্যে ঘেরা থাকলেও, কালের নিয়মে আজ এই এলাকা ঘনবসতিতে রূপান্তরিত হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজও কান্দির সিদ্ধান্ত পরিবারের এই রটন্তী কালীপুজো হয়ে আসছে মহা সাড়ম্বরে।
advertisement
আরও পড়ুন : দারুণ রেজাল্ট! নতুন চাকরির খোঁজ! স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক! সরস্বতী পুজোয় বাম্পার সৌভাগ্য ৩ রাশির
নিশিরাতে রাতভোর ধরে চলে এই কালীপুজো। এই পুজায় বিশেষত্ব হচ্ছে, দেবী মুণ্ডমালিনীকে এখানে পালো পিঠে এবং খেড়োর তরকারি দিয়ে ভোগ নিবেদন করা হয়। শীতকালীন বেশ কিছু সবজি দিয়ে ভোগ দেওয়া হয়ে থাকে। রটন্তী কালী পুজোতে বলিদানের রীতি রয়েছে। এবং এখানে দেবীকে তন্ত্রমতে পুজো করা হয়। একরাত্রি পুজোর পর পরের দিন সকালে স্থানীয় এক পুকুরে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে আবারও এক বছরের অপেক্ষায় থাকেন সিদ্ধান্ত পরিবারের সদস্যরা। শুধু সিদ্ধান্ত পরিবারই নয়, এই রটন্তী কালীপুজোয় ছাতিনাকান্দি গ্রামবাসীরা আবেগ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবং এই পুজো আজও কান্দির ঐতিহ্য ধারাবাহিকভাবে বহন করে চলেছে। পুজো দিতে বহু দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন এবং নিজের মনস্কামনা নিয়ে পুজো দেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ratanti Kali Puja: পালো পিঠে, খেড়োর তরকারি দিয়ে সাজানো ভোগপ্রসাদ, ৬৫০ বছরের প্রাচীন রটন্তী কালীপুজো মহা সমারোহে উদযাপিত মুর্শিদাবাদের কান্দিতে
Next Article
advertisement
Noida Engineer Death Update: ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
  • ফুসফুসে মিলল ২০০ এমএল জল, দাবি ময়নাতদন্ত রিপোর্টে৷

  • নয়ডার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর সমালোচনার ঝড়৷

  • শনিবার ৭০ ফুট গভীর নালায় পড়ে যায় যুবরাজ মেহতার গাড়ি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement