Bird News: ঝাঁক ঝাঁক ময়ূরের দেখা মিলছে বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে 

Last Updated:

চিড়িয়াখানা নয়, খোলা মাঠ, ঘন জঙ্গল আর প্রকৃতির কোলে অবাধ বিচরণ ময়ূরের। এমনই এক অপরূপ দৃশ্য এখন চোখে পড়ছে পূর্ব বর্ধমান জেলার জঙ্গলমহল আউশগ্রাম এলাকায়।

+
আউশগ্রাম

আউশগ্রাম জঙ্গল 

আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: চিড়িয়াখানা নয়, খোলা মাঠ, ঘন জঙ্গল আর প্রকৃতির কোলে অবাধ বিচরণ ময়ূরের। এমনই এক অপরূপ দৃশ্য এখন চোখে পড়ছে পূর্ব বর্ধমান জেলার জঙ্গলমহল আউশগ্রাম এলাকায়। নির্জন জঙ্গলের কিছুটা গভীরে প্রবেশ করলেই শোনা যাচ্ছে ময়ূরের ডাক। দিনে নিয়ম করে দু’বার ঝাঁক ঝাঁক ময়ূরের দেখা মিলছে। দূর থেকে এই দৃশ্য দেখলেই চোখ জুড়িয়ে যায়। তবে, বনদফতরের তরফে স্পষ্ট বার্তা, ময়ূরদের বিরক্ত না করে ইচ্ছা হলে দূর থেকেই উপভোগ করতে হবে এই সৌন্দর্য। আদুরিয়া বিটের বনাধিকারিক পিনাকী ভট্টাচার্য বলেন, “ময়ূর আগেও ছিল এখনও আছে এবং ময়ূরের সংখ্যা এখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুনঃ রিলিজের ১০ মাস আগেই অ্যাডভান্স বুকিং! ‘দেশু ৭’ নিয়ে ভারতীয় সিনেমায় ইতিহাস গড়তে চলেছেন দেব-শুভশ্রী
গতবছর জঙ্গলে আমরা ময়ূরের ডিম পাহারাও দিয়েছিলাম, এখন বাচ্চা ময়ূরের সংখ্যাও বেড়েছে। “জাতীয় পাখি ময়ূর আর মানুষের পাশাপাশি সহাবস্থানের এমন মনোরম ছবি বিশেষ করে আউশগ্রামের দেবশালা গ্রাম পঞ্চায়েতের মৌকটা গ্রামে নজর কেড়েছে। গ্রামের মূল রাস্তার ধারেই নির্বিঘ্নে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে ময়ূরদের। কখনও রাস্তার ধারে, কখনও আবার লোকালয়ের একেবারে কাছাকাছি, স্বাভাবিক ছন্দেই চলছে তাদের বিচরণ।যদিও পূর্ব বর্ধমান জেলা ‘ধানের গোলা’ হিসেবেই বেশি পরিচিত, তবুও জেলার একটি বড় অংশ জঙ্গলাকীর্ণ। বিশেষ করে আউশগ্রাম ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা ঘন জঙ্গলে ঘেরা। বনদফতরের বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে একের পর এক ময়ূরের ছবি ও ভিডিও। বনদফতর সূত্রে জানা গিয়েছে, আগের তুলনায় ময়ূরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি বাচ্চা ময়ূরের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, যা অনুকূল পরিবেশ ও সফল প্রজননেরই প্রমাণ।
advertisement
advertisement
আদুরিয়া বিটের বনাধিকারীক পিনাকী ভট্টাচার্য আরও বলেন, “বাড়িতে বাড়িতে রাস্তায় রাস্তায় ময়ূর দেখা যাচ্ছে এটা সত্যিই আশ্চর্যের বিষয়। তবে এটা সত্যি যে আদুরিয়া জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ময়ূর ব্যাপক ভাবে দেখা যাচ্ছে।” হেদোগোড়া, রাঙাখুলা, ছোট রামচন্দ্রপুর, কালিকাপুর সহ একাধিক গ্রামে নিয়মিত ময়ূরের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এক একটি ঝাঁকে প্রায় ৩০ থেকে ৪০টি ময়ূর একসঙ্গে বিচরণ করছে। এই প্রাকৃতিক সৌন্দর্য এখন পর্যটকদেরও আকর্ষণ করছে। স্থানীয় বাসিন্দাদের মতে, মানুষের সঙ্গে জাতীয় পাখির এই সহাবস্থান প্রকৃতির ভারসাম্য বজায় থাকারই ইঙ্গিত। বনদফতরের নজরদারি ও পরিবেশ রক্ষার ফলেই আজ আউশগ্রামে ময়ূর ও মানুষের এই সুন্দর সহাবস্থানের ছবি বাস্তব হয়ে উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bird News: ঝাঁক ঝাঁক ময়ূরের দেখা মিলছে বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে 
Next Article
advertisement
Noida Engineer Death Update: ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
  • ফুসফুসে মিলল ২০০ এমএল জল, দাবি ময়নাতদন্ত রিপোর্টে৷

  • নয়ডার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর সমালোচনার ঝড়৷

  • শনিবার ৭০ ফুট গভীর নালায় পড়ে যায় যুবরাজ মেহতার গাড়ি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement