Purulia News: কলার কাঁদিতে যেন আগুন! ছট নিয়ে কী বলছেন ফল ব্যবসায়ীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
কলার কাঁদির ব্যাপক চাহিদা আছে। বড় কলার কাঁদির দাম ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত উঠছে। আর ছোট কলার কাঁদি ৩০০ থেকে ৪০০ টাকা দামে বিক্রি হচ্ছে। দাম বাড়লেও ক্রেতারা দেদার কেনাকাটা করছেন
পুরুলিয়া: দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছট পুজোয় মেতে উঠেছে মানুষ। মূলত বিহার ও পূর্ব উত্তরপ্রদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ মহাসমারোহে ছট পুজো করলেও তা ধীরে ধীরে বাঙালি সমাজেও প্রভাব বিস্তার করছে। তবে গোটা রাজ্যের মধ্যে পুরুলিয়া জেলায় সবচেয়ে ধুমধামের সঙ্গে ছট পুজো পালন করা হয়। জেলার বাজারগুলিতে ভিড় বাড়ছে ছটের কলা সহ অন্যান্য ফলমূল কেনাকাটির জন্য। যেকোনও পুজোতেই ফলের চাহিদা থাকে। ছট পুজোয় তা যেন আরও একটু বেশি। বিশেষ করে কলার কাঁধি কেনার ধুম পড়ে যায় এই সময়। যথারীতি এর ফলে বাজারে কলার দাম অনেকটাই বেড়ে গিয়েছে।
ছটের বাজার প্রসঙ্গে পুরুলিয়ার ফল ব্যবসায়ীরা জানান, ফলের দাম কিছুটা বেড়েছে। অন্যান্য বছর ফলের দাম যা থাকে এ বছর তার থেকে একটু বেশি। কলার কাঁদির ব্যাপক চাহিদা আছে। বড় কলার কাঁদির দাম ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত উঠছে। আর ছোট কলার কাঁদি ৩০০ থেকে ৪০০ টাকা দামে বিক্রি হচ্ছে। দাম বাড়লেও ক্রেতারা দেদার কেনাকাটা করছেন।
advertisement
আরও পড়ুন: বন্ধুর শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে আর ফেরেননি, শেষে নদী থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ
advertisement
ছট্টি মাইয়ার আরাধনা করা হয় ছট পুজোয়। সূর্যদেবকে সন্তুষ্ট করতেই এই পুজো করে থাকেন ছট ব্রতীরা। তিন দিন উপোস থাকার পর সূর্য দেবের উদ্দেশ্যে পুজো দিয়ে ছট পালন করেন তাঁরা।
advertisement
এই পুজোয় নিয়ম অনেকটাই কঠিন। তাই নিষ্ঠার সঙ্গে সূর্যের আরাধনা করেন ছট ব্রতীরা। ছট পুজোর সময় ফলের যথেষ্ট চাহিদা থাকে। তাই দাম বৃদ্ধি হয় এই সময়। এটা প্রতিবছরের বিষয়। তাই বেশিরভাগ ভক্তই খুব একটা বিচলিত হচ্ছেন না।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2023 2:20 PM IST