Purulia News: কলার কাঁদিতে যেন আগুন! ছট নিয়ে কী বলছেন ফল ব্যবসায়ীরা

Last Updated:

কলার কাঁদির ব্যাপক চাহিদা আছে। বড় কলার কাঁদির দাম ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত উঠছে। আর ছোট কলার কাঁদি ৩০০ থেকে ৪০০ টাকা দামে বিক্রি হচ্ছে। দাম বাড়লেও ক্রেতারা দেদার কেনাকাটা করছেন

+
title=

পুরুলিয়া: দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছট পুজোয় মেতে উঠেছে মানুষ। ‌ মূলত বিহার ও পূর্ব উত্তরপ্রদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ মহাসমারোহে ছট পুজো করলেও তা ধীরে ধীরে বাঙালি সমাজেও প্রভাব বিস্তার করছে। তবে গোটা রাজ্যের মধ্যে পুরুলিয়া জেলায় সবচেয়ে ধুমধামের সঙ্গে ছট পুজো পালন করা হয়। জেলার বাজারগুলিতে ভিড় বাড়ছে ছটের কলা সহ অন্যান্য ফলমূল কেনাকাটির জন্য। ‌ যেকোনও পুজোতেই ফলের চাহিদা থাকে। ছট পুজোয় তা যেন আরও একটু বেশি। বিশেষ করে কলার কাঁধি কেনার ধুম পড়ে যায় এই সময়।‌ যথারীতি এর ফলে বাজারে কলার দাম অনেকটাই বেড়ে গিয়েছে।
ছটের বাজার প্রসঙ্গে পুরুলিয়ার ফল ব্যবসায়ীরা জানান, ফলের দাম কিছুটা বেড়েছে। অন্যান্য বছর ফলের দাম যা থাকে এ বছর তার থেকে একটু বেশি। ‌কলার কাঁদির ব্যাপক চাহিদা আছে। বড় কলার কাঁদির দাম ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত উঠছে। আর ছোট কলার কাঁদি ৩০০ থেকে ৪০০ টাকা দামে বিক্রি হচ্ছে। দাম বাড়লেও ক্রেতারা দেদার কেনাকাটা করছেন।
advertisement
advertisement
ছট্টি মাইয়ার আরাধনা করা হয় ছট পুজোয়। ‌ সূর্যদেবকে সন্তুষ্ট করতেই এই পুজো করে থাকেন ছট ব্রতীরা। তিন দিন উপোস থাকার পর সূর্য দেবের উদ্দেশ্যে পুজো দিয়ে ছট পালন করেন তাঁরা।
advertisement
এই পুজোয় নিয়ম অনেকটাই কঠিন। তাই নিষ্ঠার সঙ্গে সূর্যের আরাধনা করেন ছট ব্রতীরা। ছট পুজোর সময় ফলের যথেষ্ট চাহিদা থাকে। তাই দাম বৃদ্ধি হয় এই সময়। এটা প্রতিবছরের বিষয়। তাই বেশিরভাগ ভক্তই খুব একটা বিচলিত হচ্ছেন না।
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: কলার কাঁদিতে যেন আগুন! ছট নিয়ে কী বলছেন ফল ব্যবসায়ীরা
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement