Microwave Cleaning Tips: মাইক্রোওয়েভের গন্ধ, চিটচিটে ভাব পুরোপুরি উধাও হবে শুধু একটি পাতিলেবু দিয়েই! রইল টিপস্

Last Updated:
মাইক্রোওয়েভ পরিষ্কার রাখতে লেবুর রস ও জল ব্যবহার করুন, বাচ্চাদের নাগালের বাইরে উপরের তাকে রাখুন, নিরাপত্তার জন্য স্যুইচ অফ রাখার পরামর্শ দেওয়া হয়েছে.
1/8
ধরুন বাড়ি ফিরলেন অনেক রাতে। আবার খাবার গরম করতে হবে তো! সেই ঝঞ্ঝাট থেকেই আপনাকে মুক্তি দিতে পারে মাইক্রোওয়েভ।
ধরুন বাড়ি ফিরলেন অনেক রাতে। আবার খাবার গরম করতে হবে তো! সেই ঝঞ্ঝাট থেকেই আপনাকে মুক্তি দিতে পারে মাইক্রোওয়েভ।
advertisement
2/8
মাইক্রোওয়েভে খাবার গরম করা খুব সহজ। কিন্তু অনেক সময়ে এটি পরিষ্কার করতে বেগ পেতে হয়। লেবু দিয়ে খুব সহজেই এটি ঝকঝকে করে তোলা যায়। রইল সহজ টিপস।
মাইক্রোওয়েভে খাবার গরম করা খুব সহজ। কিন্তু অনেক সময়ে এটি পরিষ্কার করতে বেগ পেতে হয়। লেবু দিয়ে খুব সহজেই এটি ঝকঝকে করে তোলা যায়। রইল সহজ টিপস।
advertisement
3/8
লেবুর প্রাকৃতিক অম্লতা গ্রীস ভাঙতে সাহায্য করে। এর তীব্র সুগন্ধ মাইক্রোওয়েভে থাকা যে কোনও দুর্গন্ধকে দূর করে।
লেবুর প্রাকৃতিক অম্লতা গ্রীস ভাঙতে সাহায্য করে। এর তীব্র সুগন্ধ মাইক্রোওয়েভে থাকা যে কোনও দুর্গন্ধকে দূর করে।
advertisement
4/8
মাইক্রোওয়েভ পরিষ্কার করার জন্য লেবু ব্যবহার করার সবচেয়ে ভাল উপায় হল একটি কাপে কয়েক টেবিল চামচ লেবুর রস দু'তিন কাপ জল দিয়ে ছেঁকে নেওয়া। এই কাপ জলে লেবুর রস মিশিয়ে মাইক্রোওয়েভে রাখুন। এবং তিন থেকে চার মিনিটের জন্য উচ্চ আঁচে চালান।
মাইক্রোওয়েভ পরিষ্কার করার জন্য লেবু ব্যবহার করার সবচেয়ে ভাল উপায় হল একটি কাপে কয়েক টেবিল চামচ লেবুর রস দু'তিন কাপ জল দিয়ে ছেঁকে নেওয়া। এই কাপ জলে লেবুর রস মিশিয়ে মাইক্রোওয়েভে রাখুন। এবং তিন থেকে চার মিনিটের জন্য উচ্চ আঁচে চালান।
advertisement
5/8
লেবুর জল এমন একটি বাষ্প তৈরি করবে যা খাবারের ময়লা আলগা করে দেবে, যার ফলে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলা সহজ হবে। একটি গরম কাপড়ে লেবুর রস চেপে মাইক্রোওয়েভের বাইরের পৃষ্ঠও মুছে ফেলতে পারেন।
লেবুর জল এমন একটি বাষ্প তৈরি করবে যা খাবারের ময়লা আলগা করে দেবে, যার ফলে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলা সহজ হবে। একটি গরম কাপড়ে লেবুর রস চেপে মাইক্রোওয়েভের বাইরের পৃষ্ঠও মুছে ফেলতে পারেন।
advertisement
6/8
মনে রাখবেন যে, মাইক্রোওয়েভ মোছার সময় সেটির স্যুইচ অফ রাখবেন। না হলে বিপদের সম্ভাবনা থাকতে পারে।
মনে রাখবেন যে, মাইক্রোওয়েভ মোছার সময় সেটির স্যুইচ অফ রাখবেন। না হলে বিপদের সম্ভাবনা থাকতে পারে।
advertisement
7/8
আজকালকার মধ্যবিত্ত পরিবারগুলিতে মাইক্রোওয়েভ এখন প্রয়োজনীয় যন্ত্র হয়ে উঠেছে। খুব সহজেই ঠান্ডা অথবা বাসি খাবার গরম করে নেওয়া যায় এই মাইক্রোওয়েভে। শুধু তা-ই নয়, চটজলদি রান্নার জন্যও দারুণ উপযোগী এটি। কিন্তু অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মতো মাইক্রোওয়েভেরও বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মাইক্রোওয়েভ কোথায় রাখা উচিত। আর কোথায় রাখলেই বা সেটা বিপদ ডেকে আনতে পারে।
আজকালকার মধ্যবিত্ত পরিবারগুলিতে মাইক্রোওয়েভ এখন প্রয়োজনীয় যন্ত্র হয়ে উঠেছে। খুব সহজেই ঠান্ডা অথবা বাসি খাবার গরম করে নেওয়া যায় এই মাইক্রোওয়েভে। শুধু তা-ই নয়, চটজলদি রান্নার জন্যও দারুণ উপযোগী এটি। কিন্তু অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মতো মাইক্রোওয়েভেরও বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মাইক্রোওয়েভ কোথায় রাখা উচিত। আর কোথায় রাখলেই বা সেটা বিপদ ডেকে আনতে পারে।
advertisement
8/8
বাচ্চাদের নাগাল থেকে এটি দূরে রাখা জরুরি। মাইক্রোওয়েভ এমন জায়গায় রাখা উচিত, যেখানে ছোট বাচ্চারা পৌঁছতে পারে না। কারণ খেলতে খেলতে বাচ্চারা এই ডিভাইস অন করে দিতে পারে। ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তাই উপরের তাকে রাখা উচিত মাইক্রোওয়েভ।
বাচ্চাদের নাগাল থেকে এটি দূরে রাখা জরুরি। মাইক্রোওয়েভ এমন জায়গায় রাখা উচিত, যেখানে ছোট বাচ্চারা পৌঁছতে পারে না। কারণ খেলতে খেলতে বাচ্চারা এই ডিভাইস অন করে দিতে পারে। ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তাই উপরের তাকে রাখা উচিত মাইক্রোওয়েভ।
advertisement
advertisement
advertisement