BJP National President: বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নিতিন নবীন, সর্বকনিষ্ঠ হিসাবে তৈরি করলেন ইতিহাস! শুভেচ্ছা মোদির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জে পি নাড্ডার হাত থেকে দলের নেতৃত্বভার ন্যস্ত হল ৪৫ বছর বয়সি বিহারের এই নেতার হাতে৷ নতুন দায়িত্ব পাওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
নয়াদিল্লি: আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নিতিন নবীন৷ পশ্চিমবঙ্গ, অসমের মতো রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে দলের দায়িত্বে৷ বিজেপির ইতিহাসে তিনিই হলেন সর্বভারতীয় পদে দায়িত্বপ্রাপ্ত সর্বকনিষ্ঠ ব্যক্তি। তিনি দলের ১২তম জাতীয় সভাপতি হিসাবে সিনিয়র নেতা জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হলেন। দলের নেতৃত্বভার ন্যস্ত হল ৪৫ বছর বয়সি বিহারের এই নেতার হাতে৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদায়ী বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপির জ্যেষ্ঠ নেতারা। নতুন দায়িত্ব পাওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সভাপতি হওয়ার জন্য আমি নিতিন নবীনকে অভিনন্দন জানাই। দলকে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের অবদানের জন্য আমি সমস্ত প্রাক্তন সভাপতিদের ধন্যবাদ জানাই৷’
advertisement
advertisement
বিহার নির্বাচনের ফলাফল প্রকাশের পরে, গত ১৪ ডিসেম্বর, ২০২৫ বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল৷ সোমবারই বিজেপির সংগঠন পর্বের জাতীয় রিটার্নিং অফিসার ডঃ কে লক্ষ্মণ জানিয়ে দিয়েছিলেন, প্রত্যাহারের সময়কালের পরে জাতীয় সভাপতি পদের জন্য কেবল একটি নাম – নিতিন নবীনই প্রস্তাব করা হয়েছে৷ তখনই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছিল নবীনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হচ্ছেন৷
advertisement

নিতিন নবীন, বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি৷
বর্তমানে বিহারের পিডব্লিউডি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন নবীন এবং পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে ৫ বারের জয়ী বিধায়ক৷
advertisement
শুধু তাই নয়, নিতিনের বংশ পরিচয়ও তাঁর এক বিরাট পরিচয়৷ তিনি বিজেপি স্টলওয়ার্ট এবং প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার সুপুত্র৷ বাবার মৃত্যুর পরে উপ নির্বাচনে বিরাট মার্জিনে জিতে ২০০৬ সালে মাত্র ২৬ বছর বয়সে রাজনীতিতে হাতেখড়ি নিতিনের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Jan 20, 2026 12:34 PM IST








