Noida Techie Drowning Case: ‘যেতে পারব না, জলটা খুব ঠান্ডা,’ বরফ জলে নেমে ইঞ্জিনিয়ারকে বাঁচাতে নেমেছিল ডেলিভারি বয়, ‘দাঁড়িয়েছিলেন’ উদ্ধারকারীরা

Last Updated:

ওই ডেলিভারি এজেন্ট দাবি করেছেন, দিন ১৫ আগে এক ট্রাক ড্রাইভারও ওখানে পড়ে গিয়েছিল, তিনি মই আর দড়ি দিয়ে ওঁকে উদ্ধার করেছিলেন৷

News18
News18
নয়ডা: রাতের বেলা অফিস থেকে ফেরার সময় নির্মীয়মাণ বিল্ডিংয়ের বেসমেন্টের জন্য খোঁড়া জল ভর্তি ২০ উিট গভীর গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ইঞ্জিনিয়ারের৷ মাত্র ২৭ বছর বয়সি যুবরাজ মেহতার মৃত্যু ঘিরে নাগরিক সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন৷ প্রশাসনিক তো বটেই রাজনৈতিক দিক থেকেও এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে৷ তার উপরে সামনে এসেছে ঘটনার প্রত্যক্ষদর্শী এক ডেলিভারি এজেন্টের বয়ান৷
ওই প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, ইঞ্জিনিয়ারের উদ্ধারকাজে এসেও নানা ঠান্ডা জল, নির্মীয়মান এলাকা, কম দৃশ্যমানতা ইত্যাদি নানা ‘অজুহাতে’ সোক্টর ১৫০ র ওই নির্মীয়মাণ জলভর্তি বেসমেন্টে নামতে চাইছিলেন না৷
মোনিন্দর নামের ওই ডেলিভারি এজেন্ট বলেছেন, ‘‘রাত পৌনে ২টো নাগাদ আমি ঘটনাস্থলে পৌঁছই৷ যখন দেখলাম উদ্ধারকর্মীরা সেরকম কিছু করতে পারছে না, তখন আমি জলে ঝাঁপিয়ে পড়ি৷ ’’
advertisement
advertisement
মনিন্দর জানান, ‘‘তখন প্রচুর কুয়াশা ছিল৷ একটা গলি মিস করে ফেলেছিল গাড়িটা আর গর্তে পড়ে যায়৷ ছেলেটা তখন ওর বাবাকে ফোন করে৷ ওর বাবা-ই পুলিশকে বিষয়টা জানায়৷ পুলিশ ঠিক সময়েই আসে৷ ২০ মিনিট পরে দমকলের লোকও আসে৷’’
advertisement
কিন্তু, ওই এজেন্টের অভিযোগ দমকল বিভাগ ঠিক মতো পদক্ষেপ করলে ছেলেটিকে বাঁচাতে পারত৷ ঘটনার কথা মনে করে মনিন্দর বলেন, ‘‘ওই সময় ছেলেটি ২০-২৫ ফুট মতো দূরে গাড়ির ছাদে দাঁড়েছিল৷ সমানে বলে যাচ্ছিল, ‘আমি মোবাইল ফোনের টর্চ থেকে আলো দেখাচ্ছি, প্লিজ আমাকে বাঁচান’, কিন্তু কেউ জলে নামেনি ওঁকে বাঁচানোর জন্য৷’’
মনিন্দর বলেন, ‘‘ওঁরা (উদ্ধারকারীরা) বলছিল এটা বেসমেন্ট এবং অনেক লোহার রড রয়েছে, আর জলটাও খুব ঠান্ডা,. ওরা বলছিল জলে নামলে ওদের বিপদ হতে পারে৷’’
advertisement
ওই ডেলিভারি এজেন্ট জানান, এরপরেই তিনি জামাকাপড় খুলে একটা সেফটি জ্যাকেট পরে একটা দড়ি কোমরে বেঁধে জলে নামেন৷ কিন্তু, যুবরাজকে বাঁচানো যায়নি৷
ওই ডেলিভারি এজেন্ট দাবি করেছেন, দিন ১৫ আগে এক ট্রাক ড্রাইভারও ওখানে পড়ে গিয়েছিল, তিনি মই আর দড়ি দিয়ে ওঁকে উদ্ধার করেছিলেন৷
advertisement
নিজের বাড়ি থেকে মাত্র কয়েক মিনিট দূরে ছিলেন ওই ইঞ্জিনিয়ার৷ অফিস থেকে নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন৷ রাতে ঘন কুয়াশা থাকায় বুঝতে না পেরে প্রথমে রাস্তার ধারের একটি নর্দমার পাঁচিয়ে ধাক্কা মারে তাঁর এসইউভি গাড়ি৷ তারপর তা একটি বিল্ডিংয়ের জন্য খুঁড়ে রাখা ২০ ফুট গভীর জলভর্তি গর্তে পড়ে যায়৷ ওখানে যে ওত গভীর ও বড় গর্ত রয়েছে, সে বিষয়ে কোনও বোর্ড, কোনও রিফ্লেক্টর সেখানে রাখা ছিল না৷
advertisement
টানা ৯০ মিনিট নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল ওই তরুণ৷ সাহায্যের আশায় সেকেন্ড গুনছিল৷ শেষ চেষ্টায় ডুবন্ত গাড়ির ভিতর থেকে ফোনের আলোটা জ্বালিয়েও নিজের লোকেশন জানাতে চেয়েছিল৷ কিন্তু বাঁচতে পারেনি৷ ভোরের আলো ফোটার সাথে সাথে সেই ২০ ফুট গভীর পিট থেকেই উদ্ধার হয় তাঁর নিথর দেহ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Noida Techie Drowning Case: ‘যেতে পারব না, জলটা খুব ঠান্ডা,’ বরফ জলে নেমে ইঞ্জিনিয়ারকে বাঁচাতে নেমেছিল ডেলিভারি বয়, ‘দাঁড়িয়েছিলেন’ উদ্ধারকারীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement