হাওড়া-গুয়াহাটির দূরত্ব কমল...! মালদহের বুকে 'বন্দে ভারত স্লিপারের' উদ্বোধন আজ, তুমুল গতিতে ছুটবে হাই স্পিড ট্রেন
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
১৭ ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল ঝাড়খণ্ডের কলাইকুন্ডা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে দুপুর একটা নাগাদ মালদহ শহরের ঝলঝলিয়া এলাকায় লক্ষণ সেন স্টেডিয়ামে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে গাড়িতে করে সোজা চলে যাবেন মালদহ টাউন স্টেশনে, সেখানেই বন্দে ভারত, অমৃত ভারত সহ ১০ টি ট্রেন রাজ্যবাসীকে উপহার দেবেন।
advertisement
advertisement
১৭ ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল ঝাড়খণ্ডের কলাইকুন্ডা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে দুপুর একটা নাগাদ মালদহ শহরের ঝলঝলিয়া এলাকায় লক্ষণ সেন স্টেডিয়ামে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে গাড়িতে করে সোজা চলে যাবেন মালদহ টাউন স্টেশনে, সেখানেই বন্দে ভারত, অমৃত ভারত সহ ১০ টি ট্রেন রাজ্যবাসীকে উপহার দেবেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
উদ্বোধনের আগে এদিন মালদহ টাউন স্টেশন চত্বরে প্রস্তুতি খতিয়ে দেখেন রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার ও মালদহ রেলওয়ে ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা। আরপিএফ রক্ষীদের পুরো স্টেশন চত্ত্বরে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের সমস্ত পরিকাঠাম খতিয়ে দেখা হচ্ছে শেষ বারের মতো।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার জানান, "১৭ জানুয়ারি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে মালদহ টাউন স্টেশন। প্রধানমন্ত্রীর হাত দিয়ে সবুজ পতাকা দেখিয়ে একজোড়া প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হবে মালদহ টাউন স্টেশন থেকে। পাশাপাশি আরও একাধিক বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেন উদ্বোধন করা হবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement









