TRENDING:

Nadia News: শান্তিপুরে বড় গোস্বামী বাড়িতে মহা সমারোহে পূজিত মহাপ্রভুর পাদুকাজোড়া

Last Updated:

Nadia News: প্রণাম শেষ হতেই বিষ্ণুপ্রিয়াদেবী দেখেন, এক জোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু, সেই পাদুকা আজও রয়েছে নবদ্বীপে 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুরে বড় গোস্বামী বাড়িতে কড়া নিরাপত্তায় মহাপ্রভুর পাদুকাদ্বয় এসে পৌঁছয়। সারাদিন চলে পুজোপাঠ, কীর্তন শ্রী চৈতন্যদেব কথা ও নগর ভ্রমণ। সন্ধ্যায় পাদুকা পৌঁছয় নবদ্বীপ ধামেশ্বর মন্দিরে। নবদ্বীপ শহরের মহাপ্রভুধাম মন্দিরে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রীচৈতন্যর পাদুকা যুগল।
advertisement

কথিত, কাঠের এই পাদুকা দু’টি কয়েকশো বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। এর পর শ্রীচৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার এক বছরের মাথায় শান্তিপুরে এসেছিলেন শচীমাতাকে দর্শনের জন্য। শচীমাতাকে দর্শনের পরই পুরীধামে চলে যাওয়ার কথা ছিল তাঁর। অচমকা পুরীর যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন। শ্রীবাস, গদাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে তিনি নবদ্বীপে চলে আসেন। বিষ্ণুপ্রিয়াদেবী সেই সময় বাড়িতে পুজো করছিলেন। সন্ন্যাসীদের তাঁদের ফেলে আসা পূর্বাশ্রমের স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই। তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়াদেবী ঘর থেকে বার হয়ে স্বামীকে প্রণাম করতে যান।

advertisement

আরও পড়ুন : পালো পিঠে, খেড়োর তরকারি দিয়ে সাজানো ভোগপ্রসাদ, ৬৫০ বছরের প্রাচীন রটন্তী কালীপুজো মহা সমারোহে উদযাপিত মুর্শিদাবাদের কান্দিতে

সেরা ভিডিও

আরও দেখুন
ডিজের যুগেও মাটির গানের টান, এই মেলা যেন ইতিহাসের দলিল! টুসুর লড়াই চমকে দেবে
আরও দেখুন

প্রণাম শেষ হতেই বিষ্ণুপ্রিয়াদেবী দেখেন, এক জোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু। তবে তাঁর সামনে মহাপ্রভু নেই। ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়াদেবী স্বপ্নাদেশ পান, জন্মভিটের নিম গাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পুজো করতে এবং তাঁর সঙ্গে পাদুকাও পুজো হবে। সেই থেকে মহাপ্রভুর পাদুকা পুজো হয়ে আসছে। বিষ্ণুপ্রিয়াদেবীর ভাইয়ের বংশধররা ওই পাদুকা যুগল সুরক্ষিত রেখেছেন। পাদুকাদ্বয় স্বচক্ষে দর্শন করতে, শান্তিপুরের মানুষ তো বটেই, সকাল থেকে জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দ এবং বড় গোস্বামী বাড়ির দূর দূরান্তের শিষ্যরা হাজির হয়েছিলেন। মন্দির কর্তৃপক্ষ জানান, বিকেলে একটি ছোট নগর ভ্রমণ করার পর পাদুকাদ্বয় ফিরে যায় যথাস্থান নবদ্বীপে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: শান্তিপুরে বড় গোস্বামী বাড়িতে মহা সমারোহে পূজিত মহাপ্রভুর পাদুকাজোড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল