East Medinipur News: আকাশছোঁয়া সোনার দাম, ক্রেতাশূন্য দোকান, বিপাকে স্বর্ণশিল্পী থেকে ব্যবসায়ীরা 

Last Updated:

সোনার বাজারে ভাটা, পূর্ব মেদিনীপুরে থমকে স্বর্ণশিল্পের চাকা, বিপাকে স্বর্ণশিল্পীরা।

+
স্বর্ণশিল্পী

স্বর্ণশিল্পী

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: নিত্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনা ও রুপোর দাম। আকাশছোঁয়া দামের জেরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে সোনা ও রুপো। অলঙ্কারের চাহিদা একেবারেই তলানিতে এসে ঠেকেছে। এক সময় যে দোকানগুলিতে ভিড় লেগে থাকত, আজ সেখানে ক্রেতা নেই বললেই চলে। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ এখন গয়না কেনার কথা ভাবতেই পারছেন না। তার সরাসরি প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা, কাঁথি ও পটাশপুর এলাকার স্বর্ণশিল্পীদের উপর। এই এলাকার কয়েকশো বাসিন্দা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত। কিন্তু সোনার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তাঁদের জীবন ও জীবিকাকে বড়সড় সংকটে ফেলেছে।
সোনা ও রুপোর দাম এতটাই বেড়ে গিয়েছে যে আপাতত কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। নতুন গয়নার অর্ডার নেই। পুরনো গয়নাও বিক্রি হচ্ছে না। ফলে কাজ না থাকার সমস্যায় পড়েছেন স্বর্ণশিল্পীরা। অনেক কারিগরই দিনের পর দিন বসে থাকছেন। দোকানের ভিতরে যে জায়গায় একসময় সারি সারি গয়না সাজানো থাকত, সেখানে আজ শুধুই ফাঁকা তাক। কাজ না থাকায় বহু স্বর্ণশিল্পী এখন বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। স্বর্ণ শিল্পীদের পরিবারে আর্থিক বিপর্যয় নেমে এসেছে। সংসার চালানোই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে তাঁদের কাছে।
advertisement
শুধু স্বর্ণশিল্পী নন, সংকটে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরাও। পটাশপুরের খড়াই বাজারের স্বর্ণ ব্যবসায়ী অলোক কামিল্যা জানান, ” গত ৪০ বছর ধরে এই ব্যবসা চলছে, কিন্তু এমন খারাপ পরিস্থিতি  কোনও বছর দেখিনি। দোকানে একেবারেই ক্রেতা নেই। আগে দোকান ভর্তি গয়না থাকত। এখন প্রায় শূন্য। কর্মীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, অনেক কর্মীকেই দোকানে আসতে মানা করতে হয়েছে। তাঁরাও সমস্যায় পড়েছেন।”
advertisement
advertisement
এক সময় এই কাজ করেই স্বর্ণশিল্পী থেকে স্বর্ণ ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা রোজগার করতেন। পরিবারে ছিল আর্থিক স্বচ্ছলতা। সন্তানদের পড়াশোনা, সংসারের খরচ সবই চলত স্বর্ণশিল্পের আয় থেকে। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছে। গ্রামীণ এলাকার অনেক স্বর্ণশিল্পীই আছেন, যাঁদের বিকল্প কোনও পেশা নেই। তাঁরা চাষবাসের কাজেও তেমনভাবে অভ্যস্ত নন। শিক্ষাগত যোগ্যতাও সীমিত। ফলে অন্য কোনও কাজ খুঁজে নেওয়ার সুযোগও নেই। এই অবস্থায় বাড়িতে বসে বেকার জীবন কাটাতে হচ্ছে তাঁদের। মানসিক দুশ্চিন্তাও বাড়ছে প্রতিদিন। স্বর্ণশিল্পী ও ব্যবসায়ীরা  এখন একটাই আশায় দিন গুনছেন, কবে কমবে সোনার দাম? কবে ফিরবে পুরনো দিনের ক্রেতারা!
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: আকাশছোঁয়া সোনার দাম, ক্রেতাশূন্য দোকান, বিপাকে স্বর্ণশিল্পী থেকে ব্যবসায়ীরা 
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement