মুর্শিদাবাদ জেলার লালগোলা, জলঙ্গি, সুতি, সামশেরগঞ্জ, নিমতিতা সহ বিস্তীর্ণ এলাকা সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত। অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে জলঙ্গির সীমান্তে তল্লাশি অভিযান চালাচ্ছে বিএসএফ। সীমান্ত নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। লালগোলা ও জলঙ্গি সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, সীমান্ত গ্রামে আতঙ্ক নয়, বরং আত্মবিশ্বাস—বিএসএফের পাশে জনতা। বিএসএফের টহলে সীমান্ত এলাকায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। কোনরকম আতঙ্ক নয়, বরং দেশের পাশে থাকার বার্তা দিচ্ছে গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুন: সামশেরগঞ্জে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশু, শোকের ছায়া এলাকায়
এর আগে বাংলাদেশের অস্থির পরিস্থিতির সময়ে সীমান্তে কড়া নজরদারি শুরু করে বিএসএফ। তখনও এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে এবার আবার নতুন করে অপারেশন সিঁদুরের পর মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তে কড়া প্রহরা শুরু করা হয়েছে ।এমনকি ঝাড়খন্ড বাংলা বর্ডারেও চলছে কড়া নজরদারি। রাতে চলছে নাকা চেকিং পর্ব। সন্দেহভাজন হলেই চিহ্নিতকরণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
কৌশিক অধিকারী





