পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলার ব্যান্ডেলের বাসিন্দা এই মহিলা গ্যাং বিভিন্ন এলাকার মেলা ও ধর্মীয় অনুষ্ঠানে ভিড়ের মধ্যে মিশে যেত। হাতসাফাইয়ের কৌশলে মহিলাদের গলা থেকে সোনার চেন ও কানের দুল খুলে নিয়ে চম্পট দিত তারা। এদিন বনগাঁ থানার কালিতলা পার্কিং এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ভিড়ের সুযোগ নিয়ে একই কায়দায় সোনার চেন লুটের চেষ্টা করছিল তারা। তবে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। পালানোর আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় চার মহিলা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি সোনার চেন।
advertisement
আরও পড়ুন: লালগোলায় মাদক মামলায় কড়া পদক্ষেপ! তিন কোটি টাকার ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত
ধৃতদের নাম মালাম্মা মদলিয়ার, লীলা মদলিয়ার, পদ্মনি মদলিয়ার ও কালিআম্মা মদলিয়ার। সকলেই হুগলি জেলার ব্যান্ডেলের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এই ধরনের চুরি ও ছিনতাইয়ের অভিযোগ জমা পড়ছিল জেলা পুলিশের কাছে। সেই সূত্র ধরেই তদন্ত চালিয়ে এই গ্যাংয়ের ওপর নজরদারি চলছিল।
অবশেষে হাতেনাতে ধরা পড়ায় তদন্তে বড় সাফল্য এল বলে মনে করছে পুলিশ। ধৃত চার মহিলাকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের দাবি, এই চক্র ধরা পড়ায় এলাকাবাসী ও বিশেষ করে মহিলাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।






