Murshidabad News: লালগোলায় মাদক মামলায় কড়া পদক্ষেপ! তিন কোটি টাকার ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত

Last Updated:

Murshidabad News: লালগোলাতে এবার কড়া পুলিশ। নেওয়া হল বিশেষ ব্যবস্থা।

লালগোলায় মাদক মামলায় সম্পত্তি ফ্রিজ করল পুলিশ 
লালগোলায় মাদক মামলায় সম্পত্তি ফ্রিজ করল পুলিশ 
লালগোলা, তন্ময় মণ্ডল: মাদক আইনে বড়সড় কড়া পদক্ষেপ। লালগোলায় প্রায় সাড়ে তিন কোটি টাকার ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত।লালগোলা থানার পুলিশের বড়সড় সাফল্য। মুর্শিদাবাদের লালগোলা যা ভারত- বাংলাদেশ সীমান্ত। আন্তর্জাতিক সীমানা হওয়ায় লালগোলা জুড়েই আঁটসাঁট থাকে নিরাপত্তা ব্যবস্থা। সজাগ থাকে পুলিশ। যদিও এরই মাঝে অসামাজিক কাজকর্ম, নিষিদ্ধ ব্যবসারও বাড়বাড়ন্ত চলে প্রশাসনের চোখের আড়ালে। লালগোলাতে এবার কড়া পুলিশ। নেওয়া হল বিশেষ ব্যবস্থা।
লালগোলায় এনডিপিএস আইনের অধীনে ৩,৭৮,৮৫,৩৮৫ টাকার ২০টি সম্পত্তি বাজায়েপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। লালগোলা পুলিশ, ১৯৮৫ সালের এনডিপিএস আইনের ধারা ৬৮(এফ) এর অধীনে ক্ষমতা প্রয়োগ করে, মোট ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে । লালগোলার নতুন গ্রামের বাসিন্দা মহম্মদ কবির সেখের বাড়িও সিল করে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ভগবানগোলার এসডিপিও বিমান হালদারের নেতৃত্বে অভিযুক্তের বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া হয় পোস্টার।
advertisement
advertisement
এসডিপিও বিমান হালদার জানিয়েছেন, লালগোলাতে মাদক মামলায় কড়া পুলিশ। ২০২৪ সালে লালগোলা থানায় একটা মামলা রুজু হয়েছিল কবির সেখের নামে। আইনি প্রক্রিয়ার সঙ্গে একটি আর্থিক তদন্তও শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে হেরোইনের কারবারের মাধ্যমে যে সমস্ত সম্পত্তি অর্জন করেছিল সেইগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ীই অভিযান হয়, জমি এবং সংলগ্ন বাড়ি ‘ফ্রিজ’ করা হয়। বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। পরিবারকেও নোটিশ দেওয়া হয়েছে। জায়গার দাম প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। বিল্ডিং এর ‘প্রপার্টি ভ্যালু’ প্রায় ১ কোটি টাকা।লালগোলাকে হেরোইন এবং মাদক পাচার মুক্ত করার জন্য পুলিশ ক্রমাগত অভিযান চালাচ্ছে। হেরোইনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী কারাদণ্ডতেই থেমে থাকব না। এই সমস্ত নিষিদ্ধ দ্রব্য ব্যবসার মাধ্যমে যে সব সম্পত্তি তারা অর্জন করছে, সে জমি হতে পারে, বিল্ডিং হতে পারে- যেকোন প্রপার্টি আমরা ‘ফ্রিজ’ করব।
advertisement
তবে তদন্তের ভিত্তিতে পুলিশের এই কড়া পদক্ষেপে খুশি লালগোলার বাসিন্দারা। মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে আইনের কঠোর প্রয়োগের স্পষ্ট বার্তা বলেই মনে করছে প্রশাসনিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: লালগোলায় মাদক মামলায় কড়া পদক্ষেপ! তিন কোটি টাকার ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement