East Medinipur News: ২১ মাসের শাসন, পরাধীন ভারতে প্রথম স্বাধীন 'তাম্রলিপ্ত জাতীয় সরকার' প্রতিষ্ঠা! ১৭ ডিসেম্বর সেই দিন
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Medinipur News: ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস। পরাধীন ভারতের প্রথম স্বাধীন সরকার। সেই ইতিহাস ভুলতে বসেছেন অনেকে।
তমলুক, সৈকত শী: স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবিভক্ত মেদিনীপুর সারা দেশের মধ্যে অগ্রণী ভূমিকায়। ৪২ এর আগস্ট আন্দোলনের পটভূমিকায় ১৭ ডিসেম্বর গড়ে ওঠে পরাধীন ভারতের প্রথম স্বাধীন সরকার। ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়। চলতি বছর তার ৮৪ তম বর্ষপূর্তি। তাম্রলিপ্ত জাতীয় সরকারের কার্যকাল সম্পর্কে ভুলতে বসেছে মানুষ। জানুন সেই ইতিহাস। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন বা অগাস্ট আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষের নানা জায়গায় মহাভারতীয় যুক্তরাষ্ট্র স্বাধীন সরকার গঠিত হয়। ভারতবর্ষের বেশ কিছু জায়গায় স্বাধীন জাতীয় সরকার গঠিত হয়। অবিভক্ত মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় গঠিত হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার। ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়।
ভারত তথা বাংলাকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছে অবিভক্ত মেদিনীপুরের মাটি। মেদিনীপুরের মাটি বরাবরই স্বাধীনতাকামী। ভারত ছাড়ো আন্দোলনের আঁচ দাবানলের মত ছড়িয়ে পড়ে মেদিনীপুর জুড়ে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করে। এই আন্দোলনে স্বদেশী নেতারা সিদ্ধান্ত নেন ইংরেজদের থানা নিজেদের দখলে আনার। ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর থানা দখলের দিন ধার্য হয়। ওইদিন তমলুক মহকুমার বিভিন্ন থানায় দখল করতে গিয়ে শহিদ হন বহু মানুষ। তমলুকে শহীদ হন মাতঙ্গিনী হাজরা সহ ১২ জন। মহিষাদলে দখল অভিযানে গিয়ে শহিদ হন ১৬ জন।
advertisement
advertisement
ভারত ছাড়ো আন্দোলন সমগ্র মেদিনীপুর জুড়ে ইংরেজদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত হয়। এই আন্দোলনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ফলে দিকে দিকে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন আরও শক্তিশালী হয়। এই অগাস্ট আন্দোলনের পটভূমিকায় প্রতিষ্ঠিত হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার। ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর বর্তমান নিমতৌড়ির অদূরে প্রতিষ্ঠিত হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার। এই সরকারে ১০ টি বিভাগ ছিল। যার মধ্যে উল্লেখযোগ্য স্বরাষ্ট্র বিভাগ, অর্থ বিভাগ, খাদ্য বিভাগ আর প্রচার বিভাগ। যার প্রথম সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকার ভারতের স্বাধীনতার ইতিহাসের উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরাধীন ভারতবর্ষের প্রায় দু’বছর স্বাধীনভাবে সরকার চালানোর গৌরব অন্য কোন জাতীয় সরকারের নেই। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল মানুষের ঐকান্তিক ইচ্ছায়। সমাজের সর্বস্তরের মানুষের সরকার হয়ে উঠেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। ২১ মাস সুষ্ঠু স্বাধীনভাবে তাম্রলিপ্ত জাতীয় সরকার কার্যকলাপ চালিয়ে যান নেতারা। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সমস্ত বিভাগ ছিল। যেমন বিচার বিভাগ, খাজনা বিভাগ। এমনকি বিপ্লবী নামে একটি সংবাদপত্র প্রকাশিত হত। পরে গান্ধিজীর নির্দেশে ১ সেপ্টেম্বর ১৯৪৪ সালে কংগ্রেস নেতারা তাম্রলিপ্ত জাতীয় সরকার ভেঙে দেয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Dec 15, 2025 6:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: ২১ মাসের শাসন, পরাধীন ভারতে প্রথম স্বাধীন 'তাম্রলিপ্ত জাতীয় সরকার' প্রতিষ্ঠা! ১৭ ডিসেম্বর সেই দিন









