TRENDING:

প্রথম সন্তানের মুখ দেখার আগেই মৃত্যু হল বাবার, বেঙ্গালুরুতে দুর্ঘটনায় প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের

Last Updated:

কর্ণাটকের ব্যাঙ্গালোরে পাইপলাইনের কাজে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান ২৩ বছরের রবিউল শেখ। তাঁর বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার ঘোড়ামারা এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: প্রথম সন্তানের মুখ দেখার আগেই মর্মান্তিক মৃত্যু হল নওদার এক পরিযায়ী শ্রমিকের। কর্ণাটকের বেঙ্গালুরুতে পাইপলাইনের কাজে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান ২৩ বছরের রবিউল শেখ। তাঁর বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার ঘোড়ামারা এলাকায়।
বেঙ্গালুরুতে দুর্ঘটনায় প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের
বেঙ্গালুরুতে দুর্ঘটনায় প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে জীবিকার তাগিদে বেঙ্গালুরুতে কাজ করতে যান রবিউল। রবিবার কাজ চলাকালীন অসাবধানতাবশত বুকে রড ঢুকে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। বেঙ্গালুরু থেকে মৃতদেহ আনার প্রস্তুতি শুরু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
থার্মকল ও সামান্য উপাদানে তৈরি জেট প্লেনের মডেল, পড়ুয়াদের অসাধারণ কীর্তি চমকে দেবে
আরও দেখুন

মৃতের স্ত্রী সন্তানসম্ভবা। প্রথম সন্তানের মুখ দেখার আগেই এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। বেঙ্গালুরুতে পাইপলাইনের কাজে গিয়েছিলেন তিনি। বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার ঘোড়ামারা এলাকায়। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রথম সন্তানের মুখ দেখার আগেই মৃত্যু হল বাবার, বেঙ্গালুরুতে দুর্ঘটনায় প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল