আরও পড়ুন: চারচাকা গাড়িতে এসে এটিএম ভেঙে টাকা লুঠ! ধৃতকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য
ছাত্র-ছাত্রীদের টেকনোলজি ও রোবোটিক্সে উন্নতিকরণ ও এগিয়ে নিয়ে যাবার জন্য স্কুলের এই অভিন্ন প্রয়াস। পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়্গপুরে অবস্থিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় ডন বসকো। বিদ্যালয়ের মধ্যে রয়েছে বিশেষ ল্যাব। এই ল্যাবে শিক্ষকের সহযোগিতায় পড়ুয়ারা তৈরি করেছে বিভিন্ন ধরনের জিনিস। জেট প্লেনের আদলে থার্মকল দিয়ে সামান্য খরচে পড়ুয়ারা তৈরি করেছে একটি মডেল। যা আকাশে বেশ কিছুক্ষণ উড়তে পারে। জেট প্লেনের মত, এক দিক থেকে অন্যদিকে যাওয়া এমনকি বাঁকতেও পারে আকাশে।
advertisement
অনলাইনে বেশ কিছু জিনিস কিনে, শিক্ষকের সহযোগিতায় বিদ্যালয়ের ল্যাবে বেশ কয়েকদিনের চেষ্টায় এই পড়ুয়ারা তৈরি করেছে নানা জিনিস। রয়েছে রকেট লঞ্চার। যা মূলত বায়ুর চাপে আকাশে উড়তে পারে। কী ভাবে রকেট আকাশে ওড়ে কিংবা রকেট লঞ্চ করে বিভিন্ন স্টেশন, তার মডেল তৈরি করেছে এই পড়ুয়ারা। শুধু তাই নয়, মোটর, থার্মোকল, প্রপেলার কিনে এনে পড়ুয়ারা নিজেরাই তৈরি করেছে একটি বিশেষ অত্যাধুনিক জেট প্লেনের মডেল।
অন্যান্য পড়ুয়া ও অন্য বিদ্যালয়ের পড়ুয়াদের সামনে এই মডেল আকাশে ওড়ানো হয়। তবে ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিতে উন্নতিকরণ, পড়াশোনার পাশাপাশি তাঁদেরকে রোবোটিক্স কিংবা টেকনোলজিতে দক্ষ করে তোলা, তাঁদের ভাবনার বিকাশে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিত্যনতুন জিনিস তৈরিকে সাধুবাদ জানিয়েছেন সকলে।





