Bangla News: চারচাকা গাড়িতে এসে এটিএম ভেঙে টাকা লুঠ! ধৃতকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

Bangla News: প্রায় এক মাস আগে বর্ধমানের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএম ভেঙে টাকা লুটের ঘটনায় রাজস্থান পুলিশের হাতে ধৃত একজনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে বর্ধমান আদালতে তুলল পুলিশ। ধৃতের নাম হাসাম দিন।

News18
News18
বর্ধমান: প্রায় এক মাস আগে বর্ধমানের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএম ভেঙে টাকা লুটের ঘটনায় রাজস্থান পুলিশের হাতে ধৃত একজনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে বর্ধমান আদালতে তুলল পুলিশ। ধৃতের নাম হাসাম দিন। তার বাড়ি রাজস্থান যোধপুরে। গত 20 নভেম্বর বর্ধমানের বড় নীলপুর কানাইনাটশাল এলাকায় ওই এটিএম ভেঙে টাকা লুটের ঘটনা ঘটে। অভিযুক্ত জানিয়েছেন, সে গাড়ির চালক ছিল। গাড়িতে মোট ছজন ছিল। বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ গভীর সমুদ্রে বাংলাদেশি নেভির জাহাজের ধাক্কায় ডুবল ভারতীয় ট্রলার, নিখোঁজ ৫ মৎস্যজীবী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ নভেম্বর বর্ধমান শহরের বড় নীলপুর কানাইনাটশাল এলাকার থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙ্গে ২১ লক্ষ ৬১ হাজার ৮০০ টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা।রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমের নিরাপত্তার দায়িত্ব থাকা সংস্থার এক কর্মীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে বর্ধমান থানার পুলিশ। তদন্তে নেমে ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। একই সাথে টাওয়ার ডাম্পিং পদ্ধতিরও সাহায্য নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
advertisement
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ একটি চারচাকা গাড়িরও হদিস পায়। সেই অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকে তদন্তকারী অফিসার। তদন্ত চলাকালীন মহারাষ্ট্রের সাতারা জেলার তালুকা পুলিশ স্টেশন থেকে একটি মেইল করা হয় তদন্তকারী অফিসারকে। ই মেইল মারফত জানান হয় একই ধরনের অপরাধের জন্য গত ৬ ডিসেম্বর তালুকা থানার পুলিশ হাসাম দিন নামে একজনকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে বর্ধমানের এটিএম ভেঙে লুটপাটের ঘটনায় সে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তার কাছ থেকে চারচাকা গাড়ির একটি নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে। ওই নাম্বার প্লেটটি জাল।
advertisement
advertisement
সেই গাড়ি ব্যবহার করেই অপরাধীরা এখানে অপরাধ সংঘটিত করতে এসেছিল, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরেই অভিযুক্ত হাসাম দিনকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে সাতারা কোর্টের দ্বারস্থ হন তদন্তকারী অফিসার। আদালতের নির্দেশে সাতারা জেলা সংশোধনাগার থেকে ১২ তারিখ তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারের পর সাতারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ধৃতকে তোলা হলে আদালত ধৃতকে তিন দিনের ট্রানজিট রিমান্ডের অনুমতি দেন। এরপরেই লুঠ হওয়া টাকা উদ্ধারের জন্য ধৃতকে বর্ধমানের নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর আজ তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: চারচাকা গাড়িতে এসে এটিএম ভেঙে টাকা লুঠ! ধৃতকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement