Bangla News: বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে তৈরি এয়ারক্র্যাফট, নজর কেড়েছে জেলার মানুষের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Bangla News: ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিতে উন্নতিকরণ, পড়াশোনার পাশাপাশি তাদেরকে রোবোটিক্স কিংবা টেকনোলজিতে দক্ষ করে তোলা, তাদের ভাবনার বিকাশে বিদ্যালয়ের এই উদ্যোগ।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: স্কুলে বসেই নাকি ছেলেরা বানিয়েছে জেট প্লেন! বানিয়েছে রকেট লঞ্চার! সামান্য খরচে, সামান্য কয়েকটি উপাদান দিয়ে এবং বেশ কিছু উপাদান অনলাইনে কিনে বিশেষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীরাই তৈরি করেছে এই অভিনব জেট প্লেন। শুধু প্রদর্শনীর জন্য নয়, বেশ কয়েক মিনিট ধরেই আকাশে উড়তে পারে এই প্লেন। থার্মকল, সামান্য একটি মোটর, রিসিভার ও কয়েকটি জিনিস দিয়ে তৈরি করেছেন এই জেট প্লেনের মডেল।
ছাত্র-ছাত্রীদের টেকনোলজি ও রোবোটিক্সে উন্নতিকরণ ও এগিয়ে নিয়ে যাবার জন্য স্কুলের এই অভিন্ন প্রয়াস। পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়্গপুরে অবস্থিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় ডন বসকো। বিদ্যালয়ের মধ্যে রয়েছে বিশেষ ল্যাব। এই ল্যাবে শিক্ষকের সহযোগিতায় পড়ুয়ারা তৈরি করেছে বিভিন্ন ধরনের জিনিস। জেট প্লেনের আদলে থার্মকল দিয়ে সামান্য খরচে পড়ুয়ারা তৈরি করেছে একটি মডেল। যা আকাশে বেশ কিছুক্ষণ উড়তে পারে। জেট প্লেনের মত, এক দিক থেকে অন্যদিকে যাওয়া এমনকি বাঁকতেও পারে আকাশে।
advertisement
advertisement
অনলাইনে বেশ কিছু জিনিস কিনে, শিক্ষকের সহযোগিতায় বিদ্যালয়ের ল্যাবে বেশ কয়েকদিনের চেষ্টায় এই পড়ুয়ারা তৈরি করেছে নানা জিনিস। রয়েছে রকেট লঞ্চার। যা মূলত বায়ুর চাপে আকাশে উড়তে পারে। কী ভাবে রকেট আকাশে ওড়ে কিংবা রকেট লঞ্চ করে বিভিন্ন স্টেশন, তার মডেল তৈরি করেছে এই পড়ুয়ারা। শুধু তাই নয়, মোটর, থার্মোকল, প্রপেলার কিনে এনে পড়ুয়ারা নিজেরাই তৈরি করেছে একটি বিশেষ অত্যাধুনিক জেট প্লেনের মডেল।
advertisement
অন্যান্য পড়ুয়া ও অন্য বিদ্যালয়ের পড়ুয়াদের সামনে এই মডেল আকাশে ওড়ানো হয়। তবে ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিতে উন্নতিকরণ, পড়াশোনার পাশাপাশি তাঁদেরকে রোবোটিক্স কিংবা টেকনোলজিতে দক্ষ করে তোলা, তাঁদের ভাবনার বিকাশে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিত্যনতুন জিনিস তৈরিকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
view commentsLocation :
Kharagpur,Paschim Medinipur,West Bengal
First Published :
December 15, 2025 6:38 PM IST








