প্রথম সন্তানের মুখ দেখার আগেই মৃত্যু হল বাবার, বেঙ্গালুরুতে দুর্ঘটনায় প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের

Last Updated:

কর্ণাটকের ব্যাঙ্গালোরে পাইপলাইনের কাজে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান ২৩ বছরের রবিউল শেখ। তাঁর বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার ঘোড়ামারা এলাকায়।

বেঙ্গালুরুতে দুর্ঘটনায় প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের
বেঙ্গালুরুতে দুর্ঘটনায় প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের
বেঙ্গালুরু: প্রথম সন্তানের মুখ দেখার আগেই মর্মান্তিক মৃত্যু হল নওদার এক পরিযায়ী শ্রমিকের। কর্ণাটকের বেঙ্গালুরুতে পাইপলাইনের কাজে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান ২৩ বছরের রবিউল শেখ। তাঁর বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার ঘোড়ামারা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে জীবিকার তাগিদে বেঙ্গালুরুতে কাজ করতে যান রবিউল। রবিবার কাজ চলাকালীন অসাবধানতাবশত বুকে রড ঢুকে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। বেঙ্গালুরু থেকে মৃতদেহ আনার প্রস্তুতি শুরু হয়েছে।
advertisement
advertisement
মৃতের স্ত্রী সন্তানসম্ভবা। প্রথম সন্তানের মুখ দেখার আগেই এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। বেঙ্গালুরুতে পাইপলাইনের কাজে গিয়েছিলেন তিনি। বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার ঘোড়ামারা এলাকায়। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রথম সন্তানের মুখ দেখার আগেই মৃত্যু হল বাবার, বেঙ্গালুরুতে দুর্ঘটনায় প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement