Traffic Awareness: জরিমানার বদলে মিষ্টিমুখ! হেলমেটহীন চালকদের গোলাপ-চকোলেট দিল ট্রাফিক পুলিশ, ইস্টার্ন বাইপাসে উলটপুরাণ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Traffic Awareness: হেলমেটবিহীন চালকদের থামিয়ে জরিমানার বদলে তাঁদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল ও চকোলেট। নজর কেড়েছে সচেতনতার বার্তা দেওয়ার এই অভিনব কায়দা।
হেলমেট ছাড়া বাইক বা স্কুটি চালালে সাধারণত যে ভয় কাজ করে, তা হল জরিমানা। কিন্তু শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় সেই চেনা ছবিটাই বদলে দিল ট্রাফিক পুলিশ। হেলমেটবিহীন চালকদের থামিয়ে জরিমানার বদলে তাঁদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল ও চকোলেট। নজর কেড়েছে সচেতনতার বার্তা দেওয়ার এই অভিনব কায়দা। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement
advertisement









