TRENDING:

North Bengal News: বিহারের কিষাণগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত বড়সড় আয়কর দফতরের অভিযান

Last Updated:

North Bengal News: শুক্রবার ভোর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বিহারের কিষাণগঞ্জ ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে। ব্যবসায়ী রাজকরণ দফতরীর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় আয়কর দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শুক্রবার ভোর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বিহারের কিষাণগঞ্জ ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে। ব্যবসায়ী রাজকরণ দফতরীর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় আয়কর দফতর। জানা গিয়েছে, একযোগে কিষাণগঞ্জের নেমচাদ রোড, ভাগত তলি রোডের অফিস, মল, বিলাসবহুল হোটেল, চা বাগান ও ফ্যাক্টরি সহ একাধিক প্রতিষ্ঠানে হানা দেয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।
কিষাণগঞ্জ-শিলিগুড়ি জুড়ে আয়কর অভিযান!
কিষাণগঞ্জ-শিলিগুড়ি জুড়ে আয়কর অভিযান!
advertisement

আরও পড়ুন: বিহারের কিষাণগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত বড়সড় আয়কর দফতরের অভিযান

অভিযান থেকে বাদ যায়নি শিলিগুড়িও। শহরের খালপাড়ার নেহেরু রোডে অবস্থিত ওই ব্যবসায়ীর আবাসনে অভিযান শুরু হয়। সূত্রের খবর, পাটনা থেকে প্রায় ৫০টি গাড়িতে করে আয়কর দফতরের আধিকারিকরা কিষাণগঞ্জ ও শিলিগুড়িতে পৌঁছন। অভিযানে রয়েছে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীও।

সংশ্লিষ্ট ব্যবসায়ীর সব প্রতিষ্ঠান ঘিরে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু কিষাণগঞ্জ বা শিলিগুড়ি নয়—একইসময়ে ফরবেশগঞ্জ, পূর্ণিয়া, গোলাপবাগ এমনকি গুজরাটের সুরাটেও সমান্তরাল অভিযান চলছে।

advertisement

View More

আরও পড়ুন: হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের সামনে বাইক! এক ধাক্কায় বিশাল বিস্ফোরণ, দাউ দাউ করে আগুন, ভয়াবহ ঘটনা

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার কাছেই শত শত বছরের পুরোন রাজবাড়ি, হোমস্টেতে থাকুন রাজকীয় আদবকায়দায়, ভোজনও এলাহি
আরও দেখুন

ব্যবসায়ীর শতাধিক কর্মীর বাড়িতেও তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর। তবে ব্যবসায়ীর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া মেলেনি। বড়সড় এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North Bengal News: বিহারের কিষাণগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত বড়সড় আয়কর দফতরের অভিযান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল