Messi's Home In Kolkata: নিজেই করবেন নিজের ‘সবচেয়ে বড়’ মূর্তির উদ্বোধন, কলকাতায় মেসির বাড়ি কেনা নিয়ে সরগরম ফ্যান মহল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Lionel Messi In Kolkata: কলকাতায় বাড়ি কিনলেন ফুটবল তারকা লিওনেল মেসি! কালকে এভাবেই তিনি উদ্বোধন করবেন সবচেয়ে বড় মূর্তির
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কলকাতায় কি বাড়ি কিনলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি! এই প্রশ্নেই এখন সরগরম সোশ্যাল মিডিয়া। মেসির কলকাতা সফর ঘিরে উত্তেজনা চরমে, তার মধ্যেই ভাইরাল হয়েছে এমনই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সল্টলেকে তৈরি হয়েছে মেসির মিয়ামি বাড়ি
advertisement
2/6
বাড়ির ব্যালকনিতেই সপরিবারে বসে বিশ্ব বিখ্যাত এই ফুটবল তারকা। এছাড়াও তার ফুটবল জীবনের নানা মাইল ফলক, গোল্ডেন বুট থেকে বিশ্বকাপ সব কিছুরই দেখা মিলছে। অবাক হচ্ছেন! আসলে, মেসির কলকাতা সফরের আগে, সল্টলেকের একটি গলিকেই নীল-সাদা রঙে সাজিয়ে তুলেছে কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব
advertisement
3/6
দেওয়াল, ছাদ, আলো- সবকিছুই আর্জেন্টিনার রঙে রাঙানো। যেন হুবহু মেসির ফ্লোরিডার বাসস্থান। বাবা উত্তম সাহা ও ছেলে প্রজ্ঞান সাহার উদ্যোগে তৈরি হয়েছে এই রেপ্লিকা বাড়ি, যা তাঁরা নাম দিয়েছেন ‘হোলা মেসি ফ্যানজোন’।বাড়ির ভিতরে রাখা হয়েছে প্রতীকী ট্রফির সংগ্রহশালা
advertisement
4/6
ঘরের ছাদে ঝুলছে ৮৯৬টি ফুটবল- যার প্রতিটিই মেসির ক্যারিয়ারের একেকটি গোলকে চিহ্নিত করে। রয়েছে একটি বিশাল LED স্ক্রিন, যেখানে চলবে মেসির ফুটবল জীবনের বিশেষ মুহূর্ত। পাশাপাশি রাখা হয়েছে সিংহাসন, সেখানেই মেসির বসে থাকার মূর্তি রাখা হয়েছে। এই মেসির বাড়ি দেখতে দর্শকদের খরচ করতে হবে মাত্র ১০ টাকা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশ করা যাবে মেসির বাড়িতে
advertisement
5/6
মেসি কলকাতায় আসলেও, জানা গিয়েছে নিরাপত্তার কারণেই লেকটাউন বা সল্টলেকের এই মেসির বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আর্জেন্টাইন ফুটবল তারকাকে বলে জানা গিয়েছে কলকাতা পুলিশের তরফে। ফলে বাইপাসের ধারের হোটেল থেকেই ভার্চুয়ালি মেসি তার ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করবেন
advertisement
6/6
রাতেই শহরে পা রাখবেন লিওনেল, আসছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ইতিমধ্যেই মেসিকে ঘিরে শহরে পারদ চড়েছে ফুটবল প্রেমীদের। তার আগেই ‘মেসির বাড়ি’ দেখতে ভিড় বহু উৎসাহী মানুষের