TRENDING:

ফের দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে! দ্রুতগতির ট্রাক প্রাণ কেড়ে নিল পুলিশকর্মীর

Last Updated:

কাজ সেরে মোটরবাইকে কোয়ার্টারে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের এক অফিসারের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড়, সুমন সাহা: কাজ সেরে মোটরবাইক করে কোয়ার্টারে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের এক অফিসারের। রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মাধবপুর থানা এলাকার বৈরামপুরে, বাসন্তী হাইওয়েতে। মৃতের নাম সাহাবুদ্দিন বিশ্বাস (৪৫)। তাঁর বাড়ি মালদহে। পুলিশ জানায়, সাহাবুদ্দিন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) পদে ছিলেন। ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন। ‘ডিউটি’ সেরে বাইকে কলকাতায় পুলিশের বডিগার্ড লাইনের কোয়ার্টারে ফিরছিলেন। বৈরামপুরের কাছে ঘন কুয়াশার মধ্যে পিছন থেকে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরেই ঘটনাস্থলে যান পদস্থ পুলিশকর্তারা। ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক। তার খোঁজ শুরু হয়েছে। কয়েকদিন আগে ভাঙড় ডিভিশনের মাধবপুর থানার উদ্বোধন করেন সিপি। এটি ভাঙড়ের পাঁচ নম্বর থানা। কমিশনার জানান, ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে বিজয়গঞ্জ বাজার থানা এবং পরে হাতিশালা ও বোদরা থানা চালু হবে।
প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
advertisement

নতুন থানার ওসি হিসেবে দায়িত্ব পেলেন জোড়াসাঁকো থানার অ্যাডিশনাল ওসি সৌরভ দত্ত এবং মাধবপুরের অ্যাডিশনাল ওসি হলেন কাজল ঘোষ।

সেরা ভিডিও

আরও দেখুন
ভাসুন ভক্তিসাগরে, উইকএন্ডে নবদ্বীপ ট্যুরে গেলে মিস করবেন না নিত্যানন্দ প্রভুর ধাম
আরও দেখুন

বর্তমানে ভাঙড় ডিভিশন প্রায় ২১৫ বর্গকিলোমিটার এলাকায় নজরদারির দায়িত্ব সামলাচ্ছেন প্রায় ৫০০ পুলিশকর্মী। এলাকাজুড়ে লাগানো হয়েছে ২৫০-র বেশি সিসিটিভি ক্যামেরা। ২০২২- ২৩ সালে ভাঙড়ের আইনশৃঙ্খলা যা ছিল তার থেকে এখন অনেক উন্নত হয়েছে। কলকাতায় পথ দুর্ঘটনা আগের থেকে অনেক কমেছে এবং দেশের মধ্যে কলকাতার ট্র্যাফিক ব্যবস্থা ও আইন শৃঙ্খলা অনন্য নজির স্থাপন করবে বলেও দাবি করেন পুলিশ কমিশনার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে! দ্রুতগতির ট্রাক প্রাণ কেড়ে নিল পুলিশকর্মীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল