স্থানীয় সূত্রে জানা যায়, নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়াতে বহুদিন ধরেই রয়েছে একটি পুরাতন ডাক বাংলো। নদিয়া জেলা পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের অধীনে ডাকবাংলোটিকে নতুন করে সাজিয়ে তৈরি করা হল দ্বিতল মার্কেট কমপ্লেক্স। এই মার্কেট কমপ্লেক্সের দোকানগুলি স্থানীয় বাসিন্দাদের রোজগারের একটি রাস্তা খুলে দেবে বলে আশ্বাস প্রশাসনের।
সোমবার মার্কেট কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও কামালউদ্দিন আহমেদ, কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখোপাধ্যায়, কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার -সহ একাধিক নেতৃত্ববৃন্দ।
advertisement
জানা যায়, পুরনো ব্যবসায়ীরা সকলেই এই মার্কেট কমপ্লেক্সে দোকান ঘর পেয়েছেন। একটি ঘরে তৈরি হয়েছে অফিস। সেখান থেকেই সমস্ত মার্কেট কমপ্লেক্সটি পরিচালনা করা হবে বলে জানা যায়। পুরনো ব্যবসায়ীদের পাশাপাশি নতুন ব্যবসায়ীরাও লটারির মাধ্যমে এই মার্কেট কমপ্লেক্সে ঘর পাবেন, যোগাযোগ করতে হবে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত অফিসে।
Mainak Debnath





