Bangla News: শ্মশান থেকে মৃতদেহ ফিরল বাড়ি! পরিজনেরা ছুটলেন অনুমতি নিতে, ব্যাপারটা কি...! হুলুস্থুল বনগাঁয়

Last Updated:

Bangaon Viral News: শ্মশান থেকে ফেরান হল দেহ। এমন কাণ্ডে সীমান্ত শহর বনগাঁয় ব্যাপক চাঞ্চল্য। হাইকমিশনের অনুমতি না থাকায় বনগাঁ মহকুমা শ্মশান থেকে ফেরানো হয় ক্যানসার চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসা রোগী শেফালি বিশ্বাসের (৬০) মৃতদেহ।

বনগাঁ শ্মশান
বনগাঁ শ্মশান
বনগাঁ, রুদ্র নারায়ণ রায়: শ্মশান থেকে ফেরান হল দেহ। এমন কাণ্ডে সীমান্ত শহর বনগাঁয় ব্যাপক চাঞ্চল্য। হাইকমিশনের অনুমতি না থাকায় বনগাঁ মহকুমা শ্মশান থেকে ফেরানো হয় ক্যানসার চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসা রোগী শেফালি বিশ্বাসের (৬০) মৃতদেহ। চিকিৎসার সময় তিনি উত্তর ২৪ পরগনার সবাইপুর এলাকায় আত্মীয়দের বাড়িতে থাকতেন। সেখানেই মারণ রোগে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর এদিন তাঁর পরিবার ও পরিজনেরা শেষকৃত্যের উদ্দেশ্যে মরদেহ বনগাঁ মহকুমা শ্মশানে নিয়ে আসেন। কিন্তু শ্মশানে পৌঁছনোর পর একদিকে যখন শেষকৃত্যের জন্যও ক্রিয়াকর্ম শুরু হচ্ছে, তখন কাগজপত্র যাচাই করে দেখা যায়, মৃতা বাংলাদেশি নাগরিক। আর তাই দাহের জন্য প্রয়োজন বাংলাদেশ হাইকমিশনের কোনও অনুমতিপত্র বা ছাড়পত্র।
জানা গিয়েছে এরকম ক্ষেত্রে পাসপোর্ট বাতিল করে, হাইকমিশনারের বিশেষ অনুমতির প্রয়োজন হয় দেহ সৎকারের ক্ষেত্রে। সেই কারণেই শ্মশান কর্তৃপক্ষ দাহের অনুমতি দেয়নি। শ্মশান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি নাগরিকের মরদেহ দাহ করতে হলে হাইকমিশনের যথাযথ অনুমতি ও প্রয়োজনীয় নথি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কাগজপত্র না থাকায় মরদেহ ফেরত পাঠানো হয়। এমন সমস্যার সম্মুখীন হয়ে শ্মশান থেকে ফের দেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দীপিকার ‘ফেভারিট’, হাতে ১০ মিনিট থাকলে বানিয়ে নিন চিজে ভরপুর ভুটানের ‘এমা দাতসি’, রইল রেসিপি
দাহ করতে প্রয়োজন হাইকমিশনারের অনুমতি, তাই আইনি কার্যকলাপ সারবে পরিবার। শ্মশান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশ হাইকমিশনের সঠিক অনুমতিপত্র ও প্রয়োজনীয় নথি নিয়ে এলে তখনই মরদেহ দাহের ব্যবস্থা করা হবে। ঘটনাকে ঘিরে শ্মশান চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরিবার পরিজন এদিন গাড়িতে মরদেহ ফের বাড়ি ফিরিয়ে নিয়ে যান।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: শ্মশান থেকে মৃতদেহ ফিরল বাড়ি! পরিজনেরা ছুটলেন অনুমতি নিতে, ব্যাপারটা কি...! হুলুস্থুল বনগাঁয়
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement