Weather Alert: তীব্র শীতে আচমকা বাধা! নতুন করে আবহাওয়ার পরিবর্তন, এবারে নামবে বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Weather Alert: উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার দাপট রয়েছে। তাপমাত্রা আপাতত মোটের উপর একইরকম থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরে। দার্জিলিংয়ের তাপমাত্রার পারদ ৫ ডিগ্রি নিচে নামতে পারে।
advertisement
1/6

*পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ডিসেম্বরে মাঝামাঝি সময়ে এসে শীতের অনুভূতি হলেও তীব্র শীতের দাপট কমেছে অনেকটাই। তাপমাত্রার পারদ বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে তীব্র শীত পড়ছে না দক্ষিণের কোনও জেলাতেই, এমনটাই পূর্বাভাস।
advertisement
2/6
*দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ কমতে শুরু করেছে। বাড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কনকনে শীতের রেশ নেই বললেই চলে। তবে কুয়াশার দাপট যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
3/6
*ক্রমাগতই তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। এই দিন জেলা পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।
advertisement
4/6
*শীতের প্রভাব কমলেও কুয়াশার প্রভাব কমতে দেখা যাচ্ছে না দক্ষিণের জেলাগুলিতে। উপকূলবর্তী জেলাগুলিতে শীতের প্রভাব যথেষ্ট থাকছে। কুয়াশার অধিক দাপট থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ বেশ কয়েকটি জেলায়। এছাড়াও দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও কুয়াশার প্রভাব দেখা যাবে।
advertisement
5/6
*দক্ষিণের পাশাপাশি উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার দাপট রয়েছে। তাপমাত্রা আপাতত মোটের উপর একইরকম থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরে। দার্জিলিংয়ের তাপমাত্রার পারদ ৫ ডিগ্রি নিচে নামতে পারে।
advertisement
6/6
*নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গ জুড়ে শীত বাধা পাচ্ছে। জেলা পুরুলিয়াতে হাড় কাঁপানো শীতের প্রভাব সামান্য কমেছে। কুয়াশার দাপট রয়েছে গোটা জেলায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Alert: তীব্র শীতে আচমকা বাধা! নতুন করে আবহাওয়ার পরিবর্তন, এবারে নামবে বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট