TRENDING:

Kadma Sweet : এই বিশেষ মিষ্টি না থাকলে, লক্ষ টাকার নৈবেদ্যেও খুশি হন না দেবী! কালীপুজোয় 'মাস্ট', কী সেই জিনিস?

Last Updated:

Kadma Sweet : মানকরের কদমা কিন্তু বিখ্যাত দেবদেবীর নৈবিদ্যে। জানলে অবাক হবেন কালী পুজোকে কেন্দ্র করেই প্রথম এই মিষ্টি তৈরি হয় বুদবুদ থানার মানকর গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার : মিষ্টির সঙ্গে বরাবরই বাঙালীর মধুর সম্পর্ক। তেমনই বেশ কিছু ভৌগোলিক অঞ্চলও পরিচিতি পেয়েছে সেই এলাকার বিশেষ মিষ্টির খাতিরে। যেমন জয়নগরের মোওয়া, কৃষ্ণনগরের সরপুরিয়া, বর্ধমানের সীতাভোগ-মিনিদানা, মানকরের কদমা ইত্যাদি। এই সমস্ত মিষ্টি মানুষের রসনা তৃপ্তির জন্য সেরা নির্বাচিত হলেও মানকরের কদমা কিন্তু বিখ্যাত দেবদেবীর নৈবিদ্যে। জানলে অবাক হবেন কালী পুজোকে কেন্দ্র করেই প্রথম এই মিষ্টি তৈরি হয় বুদবুদ থানার মানকর গ্রামে। নাম শুনে থাকলেও জানেন কি, কিভাবে তৈরি হয় এই কদমা? আর কি বা বিশেষত্ব রয়েছে এই ঐতিহ্যপূর্ণ মিষ্টির।
advertisement

পুজোর নৈবিদ্যে মঠ, খেলনা, কদমা, বাতাসা নিবেদন করে বাঙালি। প্রতিটি জিনিসই চিনি থেকে তৈরি হয়। এর মধ্যে কদমা কালীপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। বলা হয়, দেবী কালিকার হাতে কদমা না দিলে নাকি মায়ের পুজো অসম্পূর্ণ থেকে যায়। বাংলার নানা প্রান্তে প্রসিদ্ধ কালী প্রতিমাদের হাতে বিশালাকৃতির কদমা দেখা যায়। যেমন বোল্লাকালী, ইন্দ্রগাছার বামাকালী, দক্ষিণ দিনাজপুর জেলার জলঘরের ত্রিকুল কালীর হাতে কদমা দেওয়ার রেওয়াজ রয়েছে। মানকর গ্রামেও মহা ধুমধামে কালিপুজোর আয়োজন হয়ে আসছে বছরের পর বছর ধরে। প্রায় ১৫০ বছর আগে এখানে মা কালীর পুজোর ভোগ একটি সারমেয় খেয়ে ফেলায় খুব অল্প সময়ে চিনির রস ও ছানার জল দিয়ে প্রথম এই মিষ্টি তৈরি করেছিলেন গ্রামের এক ময়রা।

advertisement

আরও পড়ুন : কালী পুজোয় রাস্তায় বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, পিষে দিল বাস! আর দেওয়া হল না মাধ্যমিক পরীক্ষা, মৃত্যু ছাত্রীর

কদম ফুলের মত দেখতে হওয়ায় এর নামকরণ করা হয় কদমা। এই কদমা তৈরির প্রধান উপকরণ হল চিনি, জল এবং সামান্য ছানার জল। প্রয়োজন মতো জলে চিনি ফুটিয়ে সামান্য পরিমাণে ছানার জল দেওয়া হয়। ঠিক মতো পাকে এলে তা নামিয়ে ধার উঁচু কাঠের পাটায় ঢালা হয়। হালকা জমে এলে গরম থাকা অবস্থায় পাটা থেকে তুলে মণ্ডটিকে একটি ঝোলানো আঁকশিতে আটকে ঝুলিয়ে লম্বা করা হয়। শেষ প্রান্তটি আবার আঁকশিতে আটকে টেনে লম্বা করা হয়। এভাবে বার বার টেনে সেটি একসময় সাদা এবং ফাঁপা হয়ে যায়। প্রচণ্ড পরিশ্রম হয় কদমা তৈরিতে। একটা সময় পর পাটার ওপর চিনির গুড়ো ছিটিয়ে হাতে করে টেনে টেনে বার বার ভাঁজ করতে হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

যত বেশি টানা হবে, কদমা ততই হালকা এবং মানসমৃদ্ধ হবে। কদমার ওপর তত বেশি শির তৈরি হবে। মান সমৃদ্ধ একটি বড়ো কদমায় প্রায় ১০০৮ টি শির থাকতে হয়। কদমা বিভিন্ন আকারের হয়। দেবতার কাছে মানত করা এক-দু কেজি থেকে ১৫-২০ কেজি পর্যন্ত বিশেষ কদমাও তৈরি হয়। কালী পুজোয় মানকরের এই বিখ্যাত কদমার ব্যাপক চাহিদা থাকে। জানা যায় মানকর গ্রামে ছোট বড় মিলে প্রায় ১৩৮ টি কালি পুজো হয়। আর কালী পুজোয় মা কালীকে কদমা দিতেই হবে। তাই কদমা প্রস্তুতকারীদের কাছে ভালই বরাত এসেছে এবার।এই কদমা  মানকরবাসীর গর্ব।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kadma Sweet : এই বিশেষ মিষ্টি না থাকলে, লক্ষ টাকার নৈবেদ্যেও খুশি হন না দেবী! কালীপুজোয় 'মাস্ট', কী সেই জিনিস?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল