TRENDING:

Blanket Loot in Winter: শীতের রাতে চুরি, টাকা-সোনার গয়নার সঙ্গে 'মহা মূল্যবান' কম্বল নিয়ে পালাল চোর বাবাজি! এলাকায় চাঞ্চল্য

Last Updated:
East Bardhaman News: শীতের রাতে ‘উষ্ণতা’ খুঁজতে চোর! শীতের রাতে শুধু সোনা-টাকা নয়, উষ্ণতার দিকেও নজর পড়েছে চোরের! তাই তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ও সোনা দানার পাশাপাশি কম্বল নিয়ে পালায় চোরে।
advertisement
1/6
শীতের রাতে চুরি, টাকা-সোনার গয়নার সঙ্গে 'মহা মূল্যবান' কম্বল নিয়ে পালাল চোর বাবাজি!
গুসকরা, সায়নী সরকার: শীতের আমেজে জবুথবু বাংলা আর এই কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের পাশাপাশি চোর বাবাজিরও বোধ হয় একটু ‘উষ্ণতা’র প্রয়োজন পড়েছে! তাই সিন্দুক ভেঙে সোনা-গয়না আর নগদ টাকা হাতানোর পাশাপাশি কম্বল নিয়ে চম্পট দিল চোর। (Representative Image)
advertisement
2/6
শীতের রাতে ‘উষ্ণতা’ খুঁজতে চোর! শীতের রাতে শুধু সোনা-টাকা নয়, উষ্ণতার দিকেও নজর পড়েছে চোরের! তাই তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ও সোনা দানার পাশাপাশি কম্বল নিয়ে পালায় চোরে। পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভা এলাকায় সন্ধ্যারাতে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। অবাক করার বিষয়, স্বর্ণালঙ্কার ও নগদের পাশাপাশি চোরেরা কম্বল পর্যন্ত চুরি করে নিয়ে পালিয়েছে।(Representative Image)
advertisement
3/6
গুসকরা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকার ঘটনা।পরিবার সূত্রে জানা গিয়েছে, পোস্ট অফিসের কর্মী রাণা বিশ্বাস ও তাঁর স্ত্রী শ্বশুরবাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। শনিবার বিকেলে রানার মা সীমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুসকরারই শান্তিপুরে নিজের বাপের বাড়িতে বেড়াতে যান।(Representative Image)
advertisement
4/6
বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোর বা চোরের দল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। দুটি ঘরে থাকা আলমারি ভেঙে সেখান থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তবে এখানেই শেষ নয় পরিবারের দাবি, শীতের সন্ধ্যায় চোরেরা ঘরের কম্বল পর্যন্ত নিয়ে গেছে! ফলে গোটা ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।(Representative Image)
advertisement
5/6
রাতে বাড়িতে ফিরে সীমা বিশ্বাস দেখেন দরজার তালা ভাঙা এবং ঘরের সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তিনি জানান,এই চুরির ঘটনায় তাঁদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সন্ধ্যারাতের মত সময়ে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।এদিকে, এলাকায় রাতের টহল ও নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা।(Representative Image)
advertisement
6/6
উল্লেখ্য, কিছুদিন আগেই একই এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। পরপর চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে এলাকাবাসীর মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুসকরা ফাঁড়ির পুলিশ।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।(Representative Image)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Blanket Loot in Winter: শীতের রাতে চুরি, টাকা-সোনার গয়নার সঙ্গে 'মহা মূল্যবান' কম্বল নিয়ে পালাল চোর বাবাজি! এলাকায় চাঞ্চল্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল