কালী পুজোয় রাস্তায় বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, পিষে দিল বাস! আর দেওয়া হল না মাধ্যমিক পরীক্ষা, মৃত্যু ছাত্রীর
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Student Accident Death : যশোর রোডে কালীপুজোর মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর। যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: যশোর রোডে কালীপুজোর মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর। যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। মৃতার নাম অন্তরা বোস (১৬)। বাড়ি মধ্যমগ্রাম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল তাঁর। ঘটনাটি ঘটেছে যশোর রোডের রাবার ফ্যাক্টরি ও মেঘদূত বাস স্টপেজের মাঝে।
এই এলাকাতেই পুরসভার ভ্যাট ফেলা থালে। ফলে সারাবছরই এই এলাকায় কোন জেসিবি বা বড় কোন গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, অন্তরা স্কুটিতে পিছনে বসেছিলেন। সঙ্গে ছিলেন জয়দীপ দে নামে বছর ১৮ এক যুবক। তিনি স্কুটি চালাচ্ছিলেন। জয়দীপের বাড়ি উদারাজপুর ঘোষপাড়া এলাকায় বলে জানা গিয়েছে। যশোর রোড ধরে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভ্যাটের গাড়ি এবং কালীপুজোর জন্য তৈরি আলোকসজ্জার গেট পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি উল্টে যায়।
advertisement
আরও পড়ুন : মদের আসরে বচসা, হাতাহাতি! ভাইকে সঙ্গে নিয়ে বন্ধুকে বেদম মা*র! প্রাণ গেল যুবকের, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
advertisement
সেই সময় পেছন দিক থেকে আসা একটি বেসরকারি বাস অন্তরাকে পিষ্ট করে দেয় বলে অভিযোগ। কারণ অন্তরা রাস্তার ডানদিকে পরে। তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা অন্তরাকে মৃত ঘোষণা করেন। জয়দীপ আহত অবস্থায় চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় রাস্তার উপরে ভ্যাটের গাড়ি থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এইদিনও একটি জেসিপি দাঁড়িয়ে ছিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি, কালীপুজোর আলোর গেটের কাঠামো রাস্তার একাংশ আড়াল করে রাখায় গাড়ি চালকরা সামনের রাস্তা স্পষ্ট দেখতে পাননা বহু ক্ষেত্রে। আচমকা সেই গেট সামনে এসে পরলে, পাশ কাটাতে গিয়ে হয় দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, এই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। অন্যদিকে, পুলিশের তরফে জানা গিয়েছে, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তবে এখনও ঘাতক বাসটিকে চিহ্নিত করা যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 22, 2025 4:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালী পুজোয় রাস্তায় বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, পিষে দিল বাস! আর দেওয়া হল না মাধ্যমিক পরীক্ষা, মৃত্যু ছাত্রীর