পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম কাঞ্চন মির্ধা, বয়স ৩২ বছর। তাঁর বাড়ি মহম্মদ বাজার থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে মহম্মদ বাজার থানা এলাকা থেকে বালি বোঝাই করে ট্রাক্টর নিয়ে আসছিলেন ওই ট্রাক্টর চালক। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।
advertisement
গাড়ির চালকের অসাধারণতার কারণেই এই পথ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। তাঁরা প্রয়াত ট্রাক্টর চালকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
মাঝেমধ্যেই রাজ্যের নানা প্রান্তে মর্মান্তিক নানা পথ দুর্ঘটনা ঘটে। তবে নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালকের মৃত্যুর এহেন ঘটনা কার্যত বিরল। এদিন সকালে এই দুর্ঘটনার পর এলাকায় ভিড় জমে যায়। সেই সঙ্গেই তীব্র চাঞ্চল্যও ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, চালকের অসাধারণতার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
