বর্তমান সময়ে শিশুদের নিরাপত্তা একটি বড় প্রশ্ন। দিন দিন সমাজে নানা ধরনের অপরাধ বেড়ে চলেছে। সেই কারণে আত্মরক্ষার কৌশল শেখা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই বিষয়টি মাথায় রেখেই প্রতাপদিঘী বিদ্যাসাগর মেলার মঞ্চে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুনঃ বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল ছেলে, বিদ্যুতের ঝটকায় এক নিমেষে শেষ তরতাজা যুবক, রঘুনাথগঞ্জে শোকের ছায়া
advertisement
মেলা কর্তৃপক্ষের মতে, শুধুমাত্র আনন্দ নয়, শিশুদের ভবিষ্যতের কথাও ভাবা তাদের দায়িত্ব। তাই ক্যারাটে প্রশিক্ষণকে মেলার অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে রাখা হয়েছে। শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানো এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই ক্যারাটে প্রশিক্ষণে অংশ নিতে শুধু পটাশপুর নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও শিশুরা উপস্থিত হয়। মুগবেড়িয়া, অমর্ষি, নৈপুর, এগরা-সহ একাধিক এলাকা থেকে অভিভাবকদের সঙ্গে শিশুরা মেলায় আসে।
ছোট ছোট শিশুদের চোখে ছিল শেখার আগ্রহ। কেউ প্রথমবার কারাটের নাম শুনেছে, কেউ আবার আগে থেকেই আগ্রহী। প্রশিক্ষণের শুরুতেই প্রাথমিক আত্মরক্ষার কৌশল শেখানো হয়। কীভাবে বিপদের সময় নিজেকে সামলাতে হয়, সেটাই ছিল প্রশিক্ষণের মূল বিষয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ক্যারাটে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার অভিজ্ঞ ক্যারাটে প্রশিক্ষক সাগর খামুরুই। তিনি ছোট শিশুদের ধাপে ধাপে শেখান প্রাথমিক কৌশল। অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁদের মতে, এই ধরনের প্রশিক্ষণ শিশুদের মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করবে। মেলা কর্তৃপক্ষের মতে এলাকার শিশুদের আত্মরক্ষার পাঠ দিতে এই ক্যারাটে প্রশিক্ষণ আগামী দিনেও আয়োজন করবেন তারা।





