টাকা গয়নার সঙ্গে শীতের রাতে কম্বল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা! মাথায় হাত গোটা বাড়ির
- Reported by:Saradindu Ghosh
- Published by:Pooja Basu
Last Updated:
বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোর বা চোরের দল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। দুটি ঘরের দুটি আলমারি ভেঙে সেখান থেকে সোনার গয়না সহ নগদ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
পূর্ব বর্ধমান: শীতের রাতে হাতের কাছে কম্বল থাকলে কে আর তাকে উপেক্ষা করতে পারে! চুরি করতে এসে সোনা, নগদ টাকার সঙ্গে কম্বল লুঠ করল চোরেরা। তাতে লোকচক্ষু থেকে শরীর ঢাকাও গেল আবার উষ্ণতাও মিলল। কোথায় ঘটল এমন ঘটনা?
পূর্ব বর্ধমান জেলারগুসকরা পৌরসভা এলাকায় সন্ধ্যারাতে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। অবাক করার বিষয়, সোনার গয়না ও নগদ অর্থের পাশাপাশি চোরেরা কম্বল পর্যন্ত চুরি করে নিয়ে চম্পট দিয়েছে।
আরও পড়ুনIndian Railways: চরম দুর্ভোগ, আদ্রা ডিভিশনে সপ্তাহজুড়ে বাতিল একগুচ্ছ ট্রেন, যাত্রীদের মাথায় হাত
advertisement
ঘটনাটি ঘটেছে গুসকরা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায়। পোস্ট অফিসের কর্মী রাণা বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোর বা চোরের দল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। দুটি ঘরের দুটি আলমারি ভেঙে সেখান থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তবে এখানেই শেষ নয়,পরিবারের দাবি, শীতের রাতে চোরেরা ঘরের কম্বল পর্যন্ত নিয়ে গেছে!
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাণা বিশ্বাস ও তাঁর স্ত্রী কয়েক দিন আগে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। শনিবার বিকেলে রানার মা সীমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুসকরারই শান্তিপুরে নিজের বাপের বাড়িতে বেড়াতে যান।
advertisement
বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোর বা চোরের দল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। দুটি ঘরের দুটি আলমারি ভেঙে সেখান থেকে সোনার গয়না সহ নগদ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তবে এখানেই শেষ নয়—পরিবারের দাবি, শীতের সন্ধ্যায় চোরেরা ঘরের কম্বল পর্যন্ত নিয়ে গেছে তারা! ফলে গোটা ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি চর্চাও শুরু হয়েছে।
advertisement
ঘটনার পর বাড়িতে ফিরে ভাঙা দরজা ও লণ্ডভণ্ড ঘর দেখে হতবাক হয়ে যান সীমা বিশ্বাস। তিনি জানান, এই চুরির ঘটনায় তাঁদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সন্ধ্যারাতের মতো সময়ে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। এর সঙ্গে কম্বল চুরি জন্ম দিয়েছে কৌতূহলের। ঘটনার তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2026 3:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টাকা গয়নার সঙ্গে শীতের রাতে কম্বল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা! মাথায় হাত গোটা বাড়ির








