পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম সুমন শেখ (২৫), বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বাসগারা উত্তর লতিবের পাড়া এলাকায়। রবিবার রাতে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্ব পুলিশের একটি দল লালগোলা থানার চাটাইডুবি কাছে কবর স্থানের পাশে রাস্তায় অভিযান চালিয়ে ওই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরবর্তীতে তার কাছে তল্লাশি চালালে মোট ৩২৭ (তিনশো সাতাশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তারপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
advertisement
আরও পড়ুন: নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করা হয়। সোমবার ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের অবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় বলে জানাযায় পুলিশ সূত্রে। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত মাদক ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। কী কারণে হেরোইন নিয়ে এখানে এসেছিল, এছাড়া এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লালগোলা থানা এলাকাকে মাদক মুক্ত করতে তৎপর পুলিশ। লালগোলা থানার পুলিশ গত কয়েক মাস ধরেই বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একাধিজনকে গ্রেফতার করেছে। মামলা রুজু করে আইন অনুযায়ী ব্যবস্থা চলছে। তবে নতুন করে আবার মাদক কারবারিরা সক্রিয় হতেই তৎপর পুলিশও ।






