TRENDING:

West Medinipur News: সেরা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক সময় পেলেই হাতে তুলে নেন খেরোর খাতা

Last Updated:

ছোট থেকেই চিকিৎসক হ‌ওয়ার স্বপ্ন ছিল। যদিও শেষ পর্যন্ত হয়েছেন প্রযুক্তির অধ্যাপক। অধ্যাপনার পাশাপাশি গবেষণা চালিয়ে যাচ্ছেন প্রসূনবাবু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: তিনি দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান অধ্যাপক। সকাল থেকে সন্ধে পর্যন্ত পড়ুয়াদের পড়িয়ে সময় কেটে যায়। সঙ্গে চলে গবেষণার কাজ। সারাদিনই ব্যস্ততার মধ্যে সময় কাটে আইআইটি খড়গপুরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তথা তরুণ বিজ্ঞানী প্রসূন মিশ্রের। অবসরে তিনি গল্প লেখেন, সুর দেন গানে।
advertisement

এই তরুণ অধ্যাপকের জন্ম পূর্ব মেদিনীপুরে। তবে কর্মসূত্রে তিনি থাকেন খড়গপুরে। ছোট থেকেই চিকিৎসক হ‌ওয়ার স্বপ্ন ছিল। যদিও শেষ পর্যন্ত হয়েছেন প্রযুক্তির অধ্যাপক। অধ্যাপনার পাশাপাশি গবেষণা চালিয়ে যাচ্ছেন প্রসূনবাবু। বর্তমানে পেট্রোল-ডিজেল চালিত গাড়ির পরিবর্তে বাজার ধরছে ইলেকট্রিক গাড়ি। ইলেকট্রিক চালিত গাড়িতে নতুনত্ব আনার উপর‌ই প্রসূনবাবুর গবেষণা।

আরও পড়ুন: ঘোড়ায় টানা ঘানি! সর্ষের তেলের ঝাঁজে মাত ক্রেতারা

advertisement

ব্যস্ততার মধ্যেই কাটে সারাটা দিন। তবে অবসরে তিনি লেখালেখি করেন। সুর দেন নানা গানে। শুধু অবসর সময়ের গান নয়, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানেও গান গেয়েছেন তিনি। কখনও মা, কখনও পরিবার, কখনও সম্প্রতি সামাজিক নানা ঘটনার কথা ফুটে ওঠে তাঁর লেখনীতে। তাঁর সৃজনশীল নানা লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়।

View More

ছোট থেকে প্রথাগত তালিম নেননি প্রসূনবাবু। নিজের শখ ও জেদ থেকেই তিনি চর্চা করেন গানের। নিজের গবেষণামূলক কাজের পর অবসর সময়ে তিনি ছোট ছোট গল্প, কবিতা লেখেন। কখনও সমাজ মাধ্যম, কখনও আবার বিভিন্ন পত্রপত্রিকায় তা প্রকাশিত হয়েছে। শুধু লেখালেখি কিংবা গান-বাজনার প্রতি নয় তার রয়েছে খেলাধুলার প্রতি ঝোঁকও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: সেরা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক সময় পেলেই হাতে তুলে নেন খেরোর খাতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল