এই প্রতিযোগিতায় মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৪০০ জন ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহণ করেন। এত বড় এবং কঠিন প্রতিযোগিতার মঞ্চে নিজেদের দক্ষতা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের পরিচয় দিয়ে পুরুলিয়ার এই খেলোয়াড়রা সাফল্যের শিখরে পৌঁছান।
আরও পড়ুন – Tutu Bose In SIR: এসআইআর শুনানিতে হাজির টুটু বসুর পরিবারের সদস্যরা, টুটুর বয়স বেশি হওয়ায়…
advertisement
বিজয়ী এই ৯ জন খেলোয়াড়ই পুরুলিয়ার ‘সেল্ফ ডিফেন্স এন্ড ফিটনেস’ অ্যাকাডেমি-র নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র ছাত্রী। দীর্ঘদিন ধরে অভিজ্ঞ প্রশিক্ষক আফজাল খান-এর তত্ত্বাবধানে তারা ক্যারাটের কঠোর প্রশিক্ষণ নিয়ে আসছেন। এই প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী রুদ্রদেব ব্যানার্জি, আয়ুষ্মান কুমার চৌবে ও চুমকি মোদক জানান, “জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় এমন সাফল্য পেয়ে আমরা সকলেই ভীষণ আনন্দিত। ভবিষ্যতে আরও ভাল পারফরম্যান্স করার জন্য আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাব।” অন্যদিকে প্রশিক্ষক আফজাল খান বলেন, “এটি শুধু আমাদের একাডেমির সাফল্য নয়, এটি পুরো বাংলার জন্য গর্বের বিষয়।”
পুরুলিয়ার এই ৯ জন ক্যারাটে খেলোয়াড়ের সাফল্যে আজ গর্বিত গোটা পুরুলিয়া জেলা ও বাংলা। তাদের এই কৃতিত্ব আগামী দিনে আরও বহু তরুণ তরুণীকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন ক্রীড়ামহল। Shantanu Das





