Tutu Bose In SIR: এসআইআর শুনানিতে হাজির টুটু বসুর পরিবারের সদস্যরা, টুটুর বয়স বেশি হওয়ায়...
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Tutu Bose In SIR: পরিবারের মোট ছ'জনকে ডাকা হয়েছিল শুনানিতে।
কলকাতা: বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। SIR শুনানিতে হাজিরা দিতে এলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ও তাঁর ছেলে অরিঞ্জয় বসু। টুটু বসুর কাগজপত্র ছেলে সৃঞ্জয় বসু নিজেই নিয়ে এসেছেন। ৯১ বছর বয়স হওয়ার কারণে কমিশন তার বাড়িতে যাওয়ার কথা ছিল। যদিও পরিবারের থেকে এখানেই কাগজ জমা দেওয়া হচ্ছে। পরিবারের মোট ছ’জনকে ডাকা হয়েছিল শুনানিতে।
* টুটু বসু
* সৃঞ্জয় বসু (টুটু বসুর ছেলে)
advertisement
* নীলাঞ্জনা বসু (টুটু বসুর ছেলের বউ)
* অরিঞ্জয় বসু (টুটু বসুর নাতি)
* সৌমিক বসু (টুটু বসুর ছেলে)
* রাই বসু (টুটু বসুর ছেলের বউ)
advertisement
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রশাসনের সঙ্গে স্বপন সাধন বসু বহু বছর ধরে যুক্ত৷ সেই হেভিওয়েট ময়দানের প্রশাসককে এবার এসআইআর শুনানির সম্মুখীন হতে হল। একটা সময় মোহনবাগান ফুটবল ক্লাব যখন আর্থিক কষ্টে দিন কাটাচ্ছিল, সেইসময় আশার আলো দেখিয়েছিলেন টুটু বসু। এই ঋণের কথা ইতিপূর্বে মোহনবাগানের একাধিক ফুটবলার স্বীকার করেছিলেন। এবার তাঁকেও যে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হবে, সেটাই সবুজ-মেরুন সমর্থকরা মেনে নিতে পারছেন না।
advertisement
এরপর খবরটি নেট পাড়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। তবে শুধুমাত্র টুটু বসু একা নন, গোটা বসু পরিবারকেই তলব করা হয়েছে। এই ঘটনায় সবুজ-মেরুন সমর্থকদের একাংশ রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে। প্রাক্তন মোহনবাগান ফুটবলাররাও নিজেদের রাগ চেপে রাখেননি৷
টুটু বসুকে শুনানিতে ঢাকা মানে মোহনবাগানের আবেগকে ধাক্কা দেওয়া। মোহনবাগান মানেই টুটু বসু। তাকেও আজকে প্রমাণ করতে হবে তিনি দেশের নাগরিক। লজ্জা এবং হতাশা বলে জানালেন দীপেন্দু বিশ্বাস। পাশাপাশি প্রাক্তন ফুটবলারের দাবি, সমাজের বিশিষ্টদের বাড়িতে গিয়ে সমস্যা সমাধান করা হোক এভাবে যেন ডাকা না হয়। দেশের হয়ে যারা খেলেছেন তাদেরকে শুনানিতে ডাকা অপমানজনক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 11:34 AM IST









