Black Spot On Gautam Gambhir: লজ্জার আর এক নাম গম্ভীর, কোচ হয়ে যা যা রেকর্ড গড়ছেন, কষ্ট হচ্ছে সকলের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir's Black Spot: এটি ছিল ভারতে নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে সিরিজ জয় এবং এই এর আগে ২০২৪ সালে তাদের টেস্ট সিরিজ জয়ও ছিল৷ যা ভারতে তাদের প্রথম টেস্ট সিরিজ জয়।
কলকাতা: একের পর এক ফ্লপ শো করেই চলেছেন গৌতম গম্ভীর৷ সেই তালিকায় আরও একটি কালো অধ্যায় যোগ হল৷ ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার পর, অনেক ফ্যান আশা করেছিলেন যে গৌতম গম্ভীর তাঁর ক্রিকেটার জীবনে যতটা সফল ছিলেন ঠিক ততটা সাফল্যই ভরে দিতে পারেবেন কোচ হিসেবেও। বাস্তবে, ঠিক বিপরীত বিষয়টিই ঘটে চলেছে৷ তাঁর কোচিংয়ে টিম ইন্ডিয়া একটার পর একটা লজ্জাজনক হারের মুখোমুখি হয়েই চলেছে৷
advertisement
গৌতম গম্ভীর ২০২৪ সালের জুলাই মাসে প্রধান কোচ হন এবং তারপর থেকে ভারত আন্তর্জাতিক ক্রিকেটে অনেক উত্থান-পতন দেখেছে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৫ সালের এশিয়া কাপের শিরোপা জয় অবশ্যই বড় সাফল্য ছিল, কিন্তু এর বাইরে একাধিক সিরিজের ফলাফল এতটাই লজ্জাজনক ছিল যে যা ভুলে যাওয়াই ভাল। ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজ হার এবং ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ক্লিন সুইপ হওয়া ভারতের জন্য বড় লজ্জার ছিল।
advertisement
advertisement
দীর্ঘসময় বাদে গৌতম গম্ভীরের ভারতের নানা হারের কলঙ্ক দাগ১৯৯৭ সালের পর শ্রীলঙ্কার কাছে প্রথম ওয়ানডে সিরিজ হার - অগাস্ট ২০২৪১৯৮৮ সালের পর প্রথমবারের মতো নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট হারল ভারত২০১২ সালের পর প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজ হার - নভেম্বর ২০২৪২০০০ সালের পর প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজ ক্লিন সুইপ - নভেম্বর ২০২৪ঘরের মাঠে টেস্ট স্কোর হার (৪৬) - অক্টোবর ২০২৪
advertisement
দীর্ঘসময় বাদে গৌতম গম্ভীরের ভারতের নানা হারের কলঙ্ক দাগরানের ব্যবধানে সবচেয়ে বড় টেস্ট পরাজয় রেকর্ড করেছে – নভেম্বর ২০২৫প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ২০১৫ সালের পর প্রথমবারের মতো বর্ডার-গাভাস্কার ট্রফি হেরেছেপ্রথমবারের মতো নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছে
advertisement






