ISKCON: মায়াপুর ইসকনে গিয়ে ফুল ছিড়ছেন? খুব সাবধান! রিলস বানাতে গিয়ে ধরা পড়লেই মোটা টাকা জরিমানা
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
ISKCON: মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় ‘ফুল না ছেঁড়ার’ নোটিশ টাঙানো হয়েছে এবং জানানো হয়েছে, কেউ ফুল ছিঁড়লে তাঁর বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা হবে।
advertisement
1/6

শীত এলেই মায়াপুর ইসকন মন্দিরে ভ্রমণপিপাসু মানুষের ঢল নামে। দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ও ভক্ত নবদ্বীপের এই মন্দির নগরীতে আসেন মূলত ইসকন মন্দির দর্শনের জন্য। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
তবে ইসকন মন্দিরের আকর্ষণ শুধু বিগ্রহ দর্শনেই সীমাবদ্ধ নয়, সমগ্র মন্দির চত্বরের সৌন্দর্যও মন কেড়ে নেয় সকলের। মন্দির প্রাঙ্গণে রয়েছে একাধিক ফোয়ারা, সবুজ মাঠ এবং বিশেষভাবে পরিচর্যায় রাখা নানা ধরনের ফুলের গাছ।
advertisement
3/6
সারা বছর ধরেই এই ফুলের গাছগুলো বিভিন্ন জায়গায় লাগানো থাকে এবং নিয়মিত যত্ন নেওয়া হয়। বর্তমানে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, ক্যালেন্ডুলা-সহ একাধিক ফুল ফুটে সমগ্র চত্বরকে রঙিন করে তুলেছে।
advertisement
4/6
ফুলগুলোর রং যেমন গাঢ় ও উজ্জ্বল, তেমনই আকারেও এগুলি অন্যান্য জায়গার ফুলের তুলনায় যথেষ্ট বড়। এই মনোরম ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বহু পর্যটক ফুলের গাছের পাশে দাঁড়িয়ে ছবি ও ভিডিও তুলছেন।
advertisement
5/6
তবে অতীতে একাধিকবার পর্যটকদের দ্বারা ফুল ছেঁড়ার ঘটনা ঘটায় কর্তৃপক্ষ এখন কড়া ব্যবস্থা নিয়েছে। মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় ‘ফুল না ছেঁড়ার’ নোটিশ টাঙানো হয়েছে এবং জানানো হয়েছে, কেউ ফুল ছিঁড়লে তাঁর বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা হবে।
advertisement
6/6
মন্দির কর্তৃপক্ষের এই উদ্যোগে একদিকে যেমন ফুলের সুরক্ষা নিশ্চিত হচ্ছে, তেমনই মন্দির চত্বরের সৌন্দর্যও অটুট থাকছে। বহু পর্যটকের মতে, ইসকন মন্দিরের এই ফুলের বাগান সৌন্দর্যে বিভিন্ন নার্সারি ও বাগানকেও হার মানাবে। ফলে শীতের মরশুমে মায়াপুর ইসকন মন্দির এখন ভক্তি ও প্রকৃতির অপরূপ মিলনস্থল হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
ISKCON: মায়াপুর ইসকনে গিয়ে ফুল ছিড়ছেন? খুব সাবধান! রিলস বানাতে গিয়ে ধরা পড়লেই মোটা টাকা জরিমানা