Karate Champions: আফজল খানের দুরন্ত ট্রেনিং, পুরুলিয়ায় কিশোর-কিশোরীরা এখন ক্যারাটে এক্সপার্ট, জাতীয় প্রতিযোগিতায় জয়জয়কার
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Karate Champions: সম্প্রতি পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে তারা বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।
পুরুলিয়া: জাতীয় স্তরের ফুল কন্টাক্ট ক্যারাটে প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে গোটা বাংলা তথা পুরুলিয়া জেলার নাম উজ্জ্বল করল পুরুলিয়ার ৯ জন প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড়। সম্প্রতি পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে তারা বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।
এই প্রতিযোগিতায় মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৪০০ জন ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহণ করেন। এত বড় এবং কঠিন প্রতিযোগিতার মঞ্চে নিজেদের দক্ষতা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের পরিচয় দিয়ে পুরুলিয়ার এই খেলোয়াড়রা সাফল্যের শিখরে পৌঁছান।
আরও পড়ুন – Tutu Bose In SIR: এসআইআর শুনানিতে হাজির টুটু বসুর পরিবারের সদস্যরা, টুটুর বয়স বেশি হওয়ায়…
advertisement
advertisement
বিজয়ী এই ৯ জন খেলোয়াড়ই পুরুলিয়ার ‘সেল্ফ ডিফেন্স এন্ড ফিটনেস’ অ্যাকাডেমি-র নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র ছাত্রী। দীর্ঘদিন ধরে অভিজ্ঞ প্রশিক্ষক আফজাল খান-এর তত্ত্বাবধানে তারা ক্যারাটের কঠোর প্রশিক্ষণ নিয়ে আসছেন। এই প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী রুদ্রদেব ব্যানার্জি, আয়ুষ্মান কুমার চৌবে ও চুমকি মোদক জানান, “জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় এমন সাফল্য পেয়ে আমরা সকলেই ভীষণ আনন্দিত। ভবিষ্যতে আরও ভাল পারফরম্যান্স করার জন্য আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাব।” অন্যদিকে প্রশিক্ষক আফজাল খান বলেন, “এটি শুধু আমাদের একাডেমির সাফল্য নয়, এটি পুরো বাংলার জন্য গর্বের বিষয়।”
advertisement
পুরুলিয়ার এই ৯ জন ক্যারাটে খেলোয়াড়ের সাফল্যে আজ গর্বিত গোটা পুরুলিয়া জেলা ও বাংলা। তাদের এই কৃতিত্ব আগামী দিনে আরও বহু তরুণ তরুণীকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন ক্রীড়ামহল। Shantanu Das
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 11:08 PM IST








