সারা বছর মানুষের সমাগম ঘটলেও শীতে পিকনিকের মরশুমে পর্যটকদের উপস্থিতি কয়েকগুণ বেড়ে যায়। ক্রমশ আকর্ষণ বাড়ছে মানুষের। এখানে বনজ ফলের বাগান, জলজ উদ্ভিদ বিভাগ, বোটিং, ক্যাফেটেরিয়া , প্রকৃতিপথ এবার চা বাগিচা তৈরীর কাজ চলছে। তাতে আকর্ষণ বেড়েই চলেছে মানুষের। উদ্যান সুরক্ষিত রাখতে সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে এই উদ্যান সুস্থ রাখতে সাধারণ মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
advertisement
আরও পড়ুন: মাত্র ১০ টাকায় মিলছে শিল্পীদের হাতে তৈরি জিনিস, কোথায় পাবেন? জেনে নিন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পিকনিকের মরশুমে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে মানুষের উপস্থিতি বেড়ে যায় কয়েক গুণ। দূষণ রুখতে প্রবেশ দ্বারে বাড়ানো হয়েছে নজরদারি। লজেন্স, ক্যাডবেরি মোড়কে গার্ডেনের মধ্যে দূষণ ছড়াচ্ছে। যদিও এই দূষণের মাত্রা অতি সামান্য। এ প্রসঙ্গে ডাইরেক্টর দেবেন্দ্র সিং জানান, “দূষণ কম করতে প্রবেশদ্বারে নজরদারি আর জোরদার করা হয়েছে। দূষণ সম্পূর্ণরূপে বন্ধ করতে আরও কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যদিকে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।”
রাকেশ মাইতি





