এই উদ্যোগের মূল চালিকা শক্তি হল সমুদ্রগড় মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। যার সদস্যরা তাজা ফল ও সবজি সংগ্রহ করে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন খাদ্যসামগ্রী উৎপাদন করছেন। এর ফলে একদিকে মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে স্থানীয় কৃষকরাও তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। এই ইউনিটে কাজ করা মহিলারা প্রশিক্ষণপ্রাপ্ত, যা তাদের পণ্যের গুণমান ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করছে।
advertisement
আরও পড়ুন: কি আজব মানুষ! গ্রীষ্ম এলেই আহ্লাদে আটখানা, গরম যত বাড়ে তত খুশি বাড়ে ইনার
স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য সাধনা দাস বলেন, “এই উদ্যোগ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। নিজেদের হাতে তৈরি পণ্য বাজারজাত করতে পারার আনন্দই আলাদা। এখন আমরা স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছি।” এই ইউনিটে উৎপাদিত খাদ্যসামগ্রী ‘পূর্বা’ ব্র্যান্ড নামে বাজারজাত করা হবে, যা বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। সরকারও এই প্রকল্পকে সফল করতে সহায়তা করছে, যাতে আরও বেশি মহিলা এতে যুক্ত হয়ে কর্মসংস্থানের সুযোগ পান এবং গ্রামীণ শিল্পের বিকাশ ঘটে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উদ্যোগ শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং গ্রামীণ অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় প্রশাসন, কৃষক ও মহিলাদের যৌথ প্রচেষ্টায় এটি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সফল হবে বলে আশা করা যায়।
বনোয়ারীলাল চৌধুরী





