স্থানীয় চাষিদের অভিযোগ, কৃষি সেচ দফতর থেকে গত চার বছরে কোনও আধিকারিক তাঁদের দুর্দশার খবর জানতে আসেননি। এমনকি এবিষয়ে স্থানীয় বিধায়কের কাছেও একাধিকবার জানানো হলেও সমস্যার কোনও সমাধান হয়নি। ফলে চাষের মরসুমে জলসঙ্কটে নাজেহাল হতে হচ্ছে শত শত কৃষককে। অমল সর্দার নামের আর এক চাষি বলেন, ‘আগে ভাল চাষ হত আমাদের এখানে, কিন্তু পাম্প বন্ধ হয়ে যাওয়ায় আমরা সকলেই সমস্যায় পড়েছি। এই সমস্যার সমাধান হলে ভাল হয়।’
advertisement
আরও পড়ুন: এই পদ্ধতিতে ধান চাষ করলে খরচ হবে অনেক কম, লাভ হবে বেশি !
পূর্বস্থলী দুই ব্লকের কাষ্ঠশালী মৌজায় গঙ্গার ধারে প্রায় ৪০০ বিঘা জমিতে ধান ও সবজির চাষ হয়। চাষিদের সুবিধার্থে প্রায় ১০ বছর আগে সরকারি উদ্যোগে রিভার পাম্পটি বসানো হয়েছিল। কিন্তু প্রথমদিকে জল পাওয়া গেলেও, গত চার বছর ধরে এই পাম্প বন্ধ হয়ে রয়েছে। সেচের অভাবে এলাকার চাষিরা ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাষের খরচ যেমন বেড়েছে, তেমনই কমেছে উৎপাদন। দ্রুত রিভার পাম্প পুনরায় চালু না হলে চাষাবাদে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। চাষিরা আজ জলসঙ্কটের শিকার, চরম সমস্যায় পড়েছেন অনেকেই। সকলেই চাইছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়।
বনোয়ারীলাল চৌধুরী





